সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাজীপুরের একটি গ্রামের মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে গাজীপুর জেলার সদর উপজেলার ডগরি এলাকায় এই নামাজ অনুষ্ঠিত হয়। যেখানে কয়েকটি পরিবারের সদস্যরা অংশ নেন।
দীর্ঘ এক মাস রোজা পালনের পর ঈদের আনন্দ ভাগাভাগি করতে মুসল্লিরা নামাজে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে মোনাজাত করা হয়। এ সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। নামাজ শেষে সবাই পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মিষ্টিমুখ করেন।
স্থানীয় সূত্র জানায়, গাজীপুর জেলার সদর উপজেলার ডগরি এলাকায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কয়েকটি পরিবার ঈদুল ফিতর উদ্যাপন করছেন। এরই অংশ হিসেবে তাঁরা স্থানীয় একটি মসজিদে জামাতের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। সকাল ৭টার দিকে এই নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় বেশ কয়েকটি পরিবারের সদস্যরা এতে অংশ নেন।
নামাজে অংশ নেওয়া মুসল্লি আব্দুল কাদের বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছি। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোজার পর এই দিনে আমরা আনন্দে মেতে উঠি।’
আরেক মুসল্লি মো. হাসান বলেন, ‘ঈদ মানে খুশি আর ভ্রাতৃত্বের বন্ধন। আমরা একসঙ্গে নামাজ আদায় করেছি, দোয়া করেছি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।’