হোম > সারা দেশ > গাজীপুর

সৌদির সঙ্গে মিল রেখে গাজীপুরে কয়েক পরিবারের ঈদ উদ্‌যাপন

গাজীপুর প্রতিনিধি

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে আজ রোববার সকালে গাজীপুরের সদর উপজেলার ডগরি এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করেন কয়েকটি পরিবারের মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে গাজীপুরের একটি গ্রামের মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৭টার দিকে গাজীপুর জেলার সদর উপজেলার ডগরি এলাকায় এই নামাজ অনুষ্ঠিত হয়। যেখানে কয়েকটি পরিবারের সদস্যরা অংশ নেন।

দীর্ঘ এক মাস রোজা পালনের পর ঈদের আনন্দ ভাগাভাগি করতে মুসল্লিরা নামাজে অংশ নেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে মোনাজাত করা হয়। এ সময় অনেক মুসল্লিকে আবেগাপ্লুত হয়ে পড়তে দেখা যায়। নামাজ শেষে সবাই পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন এবং মিষ্টিমুখ করেন।

স্থানীয় সূত্র জানায়, গাজীপুর জেলার সদর উপজেলার ডগরি এলাকায় সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে কয়েকটি পরিবার ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন। এরই অংশ হিসেবে তাঁরা স্থানীয় একটি মসজিদে জামাতের সঙ্গে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। সকাল ৭টার দিকে এই নামাজ অনুষ্ঠিত হয়। এ সময় বেশ কয়েকটি পরিবারের সদস্যরা এতে অংশ নেন।

নামাজে অংশ নেওয়া মুসল্লি আব্দুল কাদের বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদ পালন করছি। এবারও তার ব্যতিক্রম হয়নি। রোজার পর এই দিনে আমরা আনন্দে মেতে উঠি।’

আরেক মুসল্লি মো. হাসান বলেন, ‘ঈদ মানে খুশি আর ভ্রাতৃত্বের বন্ধন। আমরা একসঙ্গে নামাজ আদায় করেছি, দোয়া করেছি এবং ঈদের আনন্দ ভাগাভাগি করেছি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট