হোম > সারা দেশ > ঢাকা

সাভারে আবার দিনদুপুরে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রতীকী ছবি

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা থামছেই না। বাসে ডাকাতি ও ছিনতাই রোধে মহাসড়কের সাভার অংশে পুলিশের একাধিক তল্লাশিচৌকি বসানো হয়েছে। কিন্তু পুলিশের এই তৎপরতার মধ্যে আজ শুক্রবার দুপুরে চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে।

আজ দুপুর ১২টার দিকে ব্যাংক টাউন এলাকায় গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা সাভার পরিবহনের বাসে (ঢাকা-মেট্রো-ব-১৩-০৭০৬) এ ঘটনা ঘটে। যাত্রীবেশী ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের স্বর্ণালংকার লুটে নেয়।

সাভারের স্থানীয় সাংবাদিক তায়েফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকায় এক আত্মীয়ের বাসায় যাওয়ার জন্য আমার স্ত্রীকে নিয়ে আজ দুপুর ১২টার দিকে সাভারের ব্যাংক টাউন বাসস্ট্যান্ড থেকে ঢাকাগামী সাভার পরিবহনের একটি বাসে উঠি। বাসটি কয়েক শ গজ যাওয়ার পর ব্যাংক টাউন সেতুতে ওঠার সঙ্গে সঙ্গে যাত্রীবেশী চার ছিনতাইকারী হঠাৎ ছুরি হাতে দাঁড়িয়ে যায়। তারা চালককে বাস থামাতে বলে। তাদের কথামতো চালক সেতুর ওপরে বাস থামিয়ে দেন। এরপর ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে কয়েকজন নারী যাত্রীর কাছ থেকে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে সেতুর ওপর নেমে যায়।’

তাইফুর রহমান আরও বলেন, ‘ছিনতাইকারীরা আমার স্ত্রীর গলার চেইন ও কানের দুল ছিনিয়ে নিয়ে গেছে। যার ওজন প্রায় দেড় ভরি।’

তিনি অভিযোগ করে বলেন, ‘ঘটনার পারিপার্শ্বিকতায় মনে হয়েছে, ছিনতাইকারীদের সঙ্গে বাসের চালক ও সহকারীর ঘনিষ্ঠতা রয়েছে এবং তারা পূর্বপরিচিত।’

বিল্লাল হোসেন নামের অপর এক যাত্রী বলেন, ঘটনার পর চালক বাসটি দ্রুতগতিতে চালিয়ে ঢাকার গাবতলীতে থামিয়ে দেন। এরপর যাত্রীদের কয়েকজন বাসের চালক ও সহকারীকে আটক করে সেখানকার একটি বাস কাউন্টারে নিয়ে যান।

এর আগে ৫ এপ্রিল বিকেলে একই এলাকায় (ব্যাংক টাউন) ইতিহাস পরিবহনের একটি বাস থেকে যাত্রীবেশী ছিনতাইকারীরা ছুরি দিয়ে ভয় দেখিয়ে যাত্রীদের টাকা, স্বর্ণালংকার ও অন্য মালপত্র লুটে নেয়। এ ছাড়া গত ১৪ ফেব্রুয়ারি দুপুরে ব্যাংক টাউনের অদূরে পুলিশ টাউন এলাকার সেতুর কাছে মানিকগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা শুভযাত্রা পরিবহনের একটি বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

এদিকে গত ২ মার্চ বেলা ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে সাভার পৌর এলাকার রেডিও কলোনি বাসস্ট্যান্ডের কাছে রাজধানী পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। এ নিয়ে গত তিন মাসে চলন্ত বাসে অন্তত পাঁচটি ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটল।

পুলিশের একাধিক কর্মকর্তা ও বাসের কয়েকজন চালক বলেন, এভাবে প্রায় দিনই ঢাকা-আরিচা মহাসড়কের সাভার অংশে চলন্ত বাসে ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটছে। ছিনতাইকারী ও ডাকাতেরা যাত্রীবেশে বাসে উঠে দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের টাকা, স্বর্ণালংকার ও অন্যান্য মাল লুটে নিচ্ছে। এসব ঘটনায় ভুক্তভোগীদের অনেকে থানায় মামলা করছেন। অনেকে আবার ঝামেলা এড়ানোর জন্য থানা-পুলিশ থেকে বিরত থাকছেন।

তাঁরা জানান, যেসব ঘটনায় মামলা হচ্ছে, সেসব ঘটনাই কেবল প্রকাশ্যে আসছে। আর যেসব বাসে ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এর প্রায় সবই গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ও ঢাকার মধ্যে চলাচল করে।

যোগাযোগ করা হলে সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘চলন্ত বাসে ডাকাতি ও ছিনতাই রোধে সম্প্রতি মহাসড়কের সাভার অংশে পুলিশের তল্লাশিচৌকি বসানো হয়েছে। পুলিশ ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে আসা লোকাল বাসগুলোতে তল্লাশি চালাচ্ছে। এর মধ্যে এ রকম ঘটনা ঘটার কথা নয়। তারপরও আজ বাসে ছিনতাইয়ের ঘটনা ঘটে থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট