হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নবগঠিত হেফাজত কমিটি প্রত্যাখ্যান, সাধারণ সম্পাদকের পদত্যাগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে জেলা ও মহানগর হেফাজতে ইসলামের নতুন কমিটিকে প্রত্যাখ্যান করা হয়েছে। আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ শহরের উকিলপাড়া মসজিদে নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় আলেমদের ব্যানারে আয়োজিত মতবিনিময় সভা থেকে এই প্রত্যাখ্যানের ঘোষণা দেওয়া হয়। 

মতবিনিময় সভায় উপস্থিত থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা আব্দুল কাদির বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে এই কমিটি প্রত্যাখ্যান করলাম। নারায়ণগঞ্জবাসী এই কমিটি মানে না, মানতে পারে না। বিতর্কিত লোকদের নিয়ে এই কমিটি হতে পারে না।’ 

সভায় নবগঠিত হেফাজতে ইসলামের জেলা কমিটির সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হওয়া এ বি এম সিরাজুল মামুন তাঁর পদবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, ‘নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা আব্দুল আউয়ালকে মূল দায়িত্ব থেকে বাদ দেওয়া এবং শীর্ষস্থানীয় আলেমদের মতামতকে অগ্রাহ্য করা হয়েছে। একই সঙ্গে আমাকে না জানিয়ে এই পদ দেওয়া হয়েছে। তাই এই কমিটি ঘোষণার নিন্দা জানাই ও কমিটি প্রত্যাখ্যান করছি।’ 

এর আগে, ৪ অক্টোবর শহরের বাগে জান্নাত মসজিদে প্রতিনিধি সম্মেলনের মধ্য দিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর হেফাজতে ইসলামের কমিটি ঘোষণা করা হয়। এতে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব ও মাওলানা মামুনুল হক। 

নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সভাপতি মুফতি মনির হোসাই কাসেমী এবং সাধারণ সম্পাদক এ বি এম সিরাজুল মামুনকে নির্বাচিত করা হয়। মহানগর হেফাজতে ইসলামের কমিটিতে সভাপতি মুফতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক মাওলানা মীর আহমাদুল্লাহকে নির্বাচিত করা হয়। তবে কমিটি ঘোষণার পরদিন জেলা কমিটি থেকে সরে আসলেন সিরাজুল মামুন।

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ

লঞ্চ দুর্ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে: নৌপরিবহন উপদেষ্টা

সখীপুরে নিখোঁজের ৭ ঘণ্টা পর বন থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

ঋণমুক্তির স্বপ্ন নিয়ে ঢাকায় এসেছিলেন সিয়াম, নিভে গেলেন হাতবোমায়

হাদি হত্যা: আদালতে ঘটনার যে বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী সেই রিকশাচালক

নারায়ণগঞ্জে কোটি টাকা মূল্যের নকল স্ট্যাম্প জব্দ, আটক ২

ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি, জমকালো আয়োজনে নবীন-প্রবীণের মিলনমেলা

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই