বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (পিজি হাসপাতাল) ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতা ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা-পুলিশ। তিনি সংগঠনটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর জানান, গত বছর ৪ আগস্ট আন্দোলনের সময় পিজি হাসপাতালে ভাঙচুর, অগ্নিসংযোগ ও ছাত্র জনতার ওপর হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় দায়ের করা মামলায় ডা. সুমিত সাহাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল (শনিবার) তাকে পিজি হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয় এবং আদালতে পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর পিজি হাসপাতালে ভাঙচুর, অগ্নিসংযোগ এবং আন্দোলনরত ছাত্রদের ওপর নৃশংস হামলা হয়।