হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে ট্রাক-মোটরসাইকেল-অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষ, নিহত ২

ফরিদপুর প্রতিনিধি

উল্টে যাওয়া ট্রাক। ছবি: আজকের পত্রিকা

ফরিদপুরে ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন এক নারী।

আজ রোববার সকাল ৯টার দিকে ঢাকা-ফরিদপুর মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার শিবরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ট্রাকটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় এবং মোটরসাইকেলটি চাপা পড়াসহ অটোরিকশা ছিটকে খাদে পড়ে যায়।

নিহতেরা হলেন মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ এবং একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের শাজাহান শেখ। আহত নারী নিহত নয়ন শেখের মা। তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারালে একটি মোটরসাইকেল ও রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় নয়ন শেখ ঘটনাস্থলেই নিহত হন। মোটরসাইকেলের পেছনে থাকা তাঁর মা গুরুতর আহত হন। এ ছাড়া রিকশাচালক আহত হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ওসি বলেন, ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছকে মেরে দেওয়ায় ওই এলাকায় রাস্তার ওপর গাছ পড়ে গেলে সেই গাছটি সরানো হয়েছে। তবে ট্রাকচালককে আটক করা সম্ভব হয়নি।

হাদিকে হত্যাচেষ্টা: শেরপুর থেকে দুজন আটক

সামিটের আজিজ খান ও তাঁর পরিবারের সম্পদ বিবরণী চেয়ে দুদকের নোটিশ

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক