হোম > সারা দেশ > ঢাকা

ডিম ছোড়া, জুতা নিক্ষেপ, বাড়ি ঢুকে হেনস্তা করা সমর্থন করে না বিএনপি: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ফাইল ছবি

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার ওপর সম্প্রতি মব (দলবদ্ধ বিশৃঙ্খলা) চড়াও হওয়ার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, কাউকে ডিম ছুড়ে মারা, জুতা নিক্ষেপ করা বা বাড়ি ঢুকে টেনেহিঁচড়ে বের করে আনার মতো কর্মকাণ্ড বিএনপি সমর্থন করে না।

আজ মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের রুহুল কবির রিজভী এসব কথা বলেন।

গত রোববার মবের হাতে হেনস্তা হওয়ার পর সাবেক সিইসি নূরুল হুদাকে পুলিশে সোপর্দ করার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, সাদা টি-শার্ট ও লুঙ্গি পরা নূরুল হুদাকে ঘিরে রয়েছেন একদল লোক। নূরুল হুদাকে তাঁরা জুতার মালা পরিয়ে রেখেছেন। এক ব্যক্তি তাঁকে জুতা দিয়ে আঘাত করছেন। কেউ কেউ নূরুল হুদার দিকে ডিম ছুড়ে মারছেন। পুরো ঘটনার সময় পুলিশ সাবেক সিইসির পাশেই দাঁড়ানো ছিল।

এ ঘটনার সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, ‘২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে ভোটারবিহীন নির্বাচন অনুষ্ঠানের জন্য অবশ্যই সাবেক তিন সিইসি দায়ী। তাঁদের বিচার হতে হবে। তবে সেটা হতে হবে আইনসম্মতভাবে।

‘তবে কাউকে ডিম ছুড়ে মারা, জুতা নিক্ষেপ করা, বাড়িতে লোকজন গিয়ে টেনেহিঁচড়ে বের করা—এসব কর্মকাণ্ড বিএনপি কখনোই পছন্দ করে না। বিএনপি এ ধরনের ঘৃণ্য কাজের পক্ষে নয়।’

মব তৈরি করে কাউকে হেনস্তা করার ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয়, সে বিষয়ে ব্যবস্থা নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা। এ ধরনের কাজে বিএনপির কেউ জড়িত থাকলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করা এবং মব ভায়োলেন্সের মতো অবৈধ কর্মকাণ্ড বন্ধ করা।

মব ভায়োলেন্সের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রিজভী বলেন, ‘যারা এ ধরনের ঘৃণ্য কাজের সঙ্গে জড়িত, তারা যে-ই হোক, খুঁজে বের করে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে, নির্বাচন ধ্বংস করেছে, যারা দিনের ভোট রাতে করেছে, তাদের আইনসম্মতভাবে বিচার করতে হবে। তাদের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেই মামলা অনুযায়ী বিচার হতে হবে। কেউ আইন নিজের হাতে তুলে নিতে পারবে না।’

করোনা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে এ সময় অভিযোগ করেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, দেশে আবারও করোনার সংক্রমণ বাড়ছে। কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। একইভাবে ডেঙ্গু পরিস্থিতিও অবনতির দিকে যাচ্ছে।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত