হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মধ্যরাতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তের গুলিতে আহত ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আরিফ শিকদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। এসআই জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের বোন রিমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

এসআই আরও জানান, গত শনিবার দিবাগত মধ্যরাতে রাতে খবর পান মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। তাঁর মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে।

আরিফের বাবা গিয়াস উদ্দিন শিকদার জানান, তাঁদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। আরিফ স্ত্রীকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকতেন। সেখানে তাঁর ওয়ার্কশপের ব্যবসা আছে।

তিনি আরও জানান, মগবাজার তাঁর মামার বাসা। মাঝেমধ্যেই সেখানে যেতেন। ছেলেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, ‘কয়েকজনকে পুলিশ ধরেছে। জানি না কী জন্য আমার ছেলেরে তারা মারল। আমার একমাত্র ছেলে আরিফ।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির