হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে মধ্যরাতে গুলিবিদ্ধ যুবদল কর্মীর ঢামেকে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ফাইল ছবি

রাজধানীর হাতিরঝিল মোড়ল গলিতে দুর্বৃত্তের গুলিতে আহত ৩৬ নম্বর ওয়ার্ড যুবদল কর্মী আরিফ শিকদার (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আজ সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরিফ।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) মো. রাসেল ইসলাম মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। এসআই জানান, মৃতদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় নিহতের বোন রিমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন।

এসআই আরও জানান, গত শনিবার দিবাগত মধ্যরাতে রাতে খবর পান মোড়ল গলিতে এক যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। দ্রুত ঘটনাস্থল থেকে ওই যুবককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে যান। তাঁর মাথার একপাশ দিয়ে গুলি ঢুকে অপর পাশ দিয়ে বেরিয়ে গেছে।

আরিফের বাবা গিয়াস উদ্দিন শিকদার জানান, তাঁদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার হোগলা বালিকান্দি গ্রামে। আরিফ স্ত্রীকে নিয়ে ডেমরা স্টাফ কোয়ার্টারে ভাড়া থাকতেন। সেখানে তাঁর ওয়ার্কশপের ব্যবসা আছে।

তিনি আরও জানান, মগবাজার তাঁর মামার বাসা। মাঝেমধ্যেই সেখানে যেতেন। ছেলেকে ডেকে নিয়ে গিয়ে গুলি করেছে দুর্বৃত্তরা। তিনি বলেন, ‘কয়েকজনকে পুলিশ ধরেছে। জানি না কী জন্য আমার ছেলেরে তারা মারল। আমার একমাত্র ছেলে আরিফ।’

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট