হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

লেক থেকে যুবকের মরদেহ উদ্ধার, শরীরে আঘাতের চিহ্ন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ লেক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে সিআইখোলা এলাকার লেক থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। 

নিহত যুবকের নাম মো. আরিফ (২৮)। তিনি কুমিল্লার হোমনার গোয়ারী ভাঙ্গা এলাকার মো. হোসেন আলীর ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ পুল এলাকার রজ্জব আলীর বাড়িতে ভাড়া থাকতেন। 

বিষয়টি আজ রাতে নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। 

নিহত আরিফের মামা বাবুল মিয়া বলেন, ‘আরিফ সঙ্গে সর্বশেষ গতকাল রাতে কথা হয়েছিল। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। রাতেও বাসায় ফেরেনি আরিফ। অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেলে দুশ্চিন্তায় পড়ে যাই। পরে আজ বিকেলে এলাকাবাসীর মাধ্যমে শুনতে পাই লেকে একটি মরদেহ ভাসতে দেখা গেছে। ঘটনাস্থলে গিয়ে দেখি এটা আমার ভাগনের মরদেহ।’

বাবুল মিয়া বলেন, ‘আরিফের সঙ্গে তাঁর স্ত্রীর মনোমালিন্য চলছিল। পারিবারিক অশান্তির কারণে আত্মহত্যা করতে চাইলেও পানিতে ডুবে সে কখনোই আত্মহত্যা করবে না। কারণ সে সাঁতার জানত। আমার ধারণা তাকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করে এসেছি।’

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, তাঁর মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা সম্ভব হবে। প্রাথমিকভাবে তাঁর পিঠে, পাঁজরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। সুরতহাল শেষ করে যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ