হোম > সারা দেশ > ঢাকা

খুলে ফেলা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের নেমপ্লেট

জবি প্রতিনিধি 

আজ বৃহস্পতিবার বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নেমপ্লেট খুলে ফেলা হয়। ছবি: আজকের পত্রিকা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের নেমপ্লেট শিক্ষার্থীদের দাবির মুখে খুলে ফেলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে নেমপ্লেটটি খুলতে দেখা যায়।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বক্তৃতা প্রচারকে কেন্দ্র করে গতকাল বুধবার রাত ৮টার আগেই রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর শুরু করে ছাত্র-জনতা। একপর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। রাত ১১টার দিকে একটি ক্রেন ও এক্সকাভেটর এনে বাড়ি ভাঙা শুরু হয়। রাত ২টা নাগাদ বাড়িটির বড় অংশ ভাঙা শেষ হয়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাত থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হলের নাম পরিবর্তনের জন্য শিক্ষার্থীরা সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে পোস্ট দিতে দেখা যায়।

এ বিষয়ে হলের নাম পরিবর্তনের জন্য গঠিত কমিটির আহ্বায়ক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন আজকের পত্রিকাকে বলেন, ‘৫ আগস্টের পর আমি যখন হলের প্রভোস্ট হই সে সময় শিক্ষার্থীরা নাম পরিবর্তনের দাবি জানিয়েছিল। পরবর্তীতে কিছুদিন আগেও লিখিত আকারে নাম পরিবর্তনের জন্য দাবি জানিয়েছে তারা। এরই প্রেক্ষিতে উপাচার্য একটি কমিটি গঠন করে দিয়েছেন। ছাত্রীরাও বেশ কয়েকটি নাম প্রস্তাব করেছে, সে নামগুলো নিয়ে কমিটির বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে হলের নতুন নাম চূড়ান্ত করা হবে।’

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘কমিটি নাম প্রস্তাব করলে দ্রুতই সিন্ডিকেটের মাধ্যমে তা পাস করে ছাত্রী হলের নতুন নাম চূড়ান্ত করা হবে।’

রাজধানীর বসুন্ধরায় মোটরসাইকেলে প্রাইভেট কারের ধাক্কা, মারধরে আইনজীবীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন