হোম > সারা দেশ > শরীয়তপুর

অফিসের ছাদে বৃষ্টিতে ভিজে নাচের ভিডিও, বজ্রপাতে আহত দুই তরুণী

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে ভবনের ছাদে উঠে বৃষ্টিতে ভিজে নাচের ভিডিও বানানোর সময় বজ্রপাতে দুই তরুণী আহত হয়েছেন।

মঙ্গলবার (২০ জুন) দুপুর আড়াইটার দিকে শরীয়তপুর শহরের জেলা মুক্তিযোদ্ধা ভবনের ছাদে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

আহতরা হলেন—মেঘলা আক্তার (২২) ও জিয়াসমিন আক্তার (১৮)। তাঁদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মেঘলা সদর উপজেলার চিতলিয়া সমিতির হাট এলাকার সুলতান আহমদের মেয়ে এবং জিয়াসমিনের বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলায়।

তারা দু’জন ওই ভবনের নিচতলায় অবস্থিত ইসলামি চক্ষু হাসপাতালের কর্মচারী।

হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক অনিক জানান, প্রায় দুই বছর যাবৎ মেঘলা ও জিয়াসমিন শরীয়তপুর জেলা শহরের জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নিচতলায় অবস্থিত ইসলামি চক্ষু হাসপাতালে কাজ করছেন। মঙ্গলবার দুপুরে হাসপাতালের প্রায় সব স্টাফ খাবার খেতে চলে যান। এ সময় বৃষ্টি শুরু হলে মেঘলা ও জিয়াসমিন ওই ভবনের ছাদে গিয়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নাচের ভিডিও করছিলেন। মেঘলা নাচছিলেন আর জিয়াসমিন মোবাইল ফোনে ভিডিও ধারণ করছিলেন। এমন সময় বজ্রপাত হয়। বজ্রপাতে আগুনের লেলিহান শিখা তাঁদের ওপর দিয়ে বয়ে যায়। এতে তারা দু’জনই অজ্ঞান হয়ে লুটিয়ে পড়েন। টের পেয়ে হাসপাতালের ম্যানেজারসহ অন্যরা গিয়ে তাঁদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করেন। জিয়াসমিনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। হাসপাতালে মেঘলার চিকিৎসা চলছে।

এ দিকে বৃষ্টিতে ভিজে নাচের ভিডিও করার সময় বজ্রপাতের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, মেঘলা নাচছেন আর জিয়াসমিন ভিডিও করছেন। এমন সময় বিকট শব্দ। বজ্রপাতের আগুনের ঝলক তাঁদের ওপর এসে পড়লে তাঁরা চিৎকার করে লুটিয়ে পড়েন।

হাসপাতালের ম্যানেজার ওমর ফারুক অনিক বলেন, ‘বৃষ্টি শুরু হলে মেঘলা ও জিয়াসমিন ছাদে যান, সেটা আমি দেখেছি। হঠাৎ বজ্রপাত হলে আমার আশঙ্কা হয়, তাঁদের ক্ষতি হতে পারে। আমি দ্রুত ছাদে উঠে দেখি দুজন অজ্ঞান অবস্থায় পড়ে আছেন। তখন আরও লোকজন নিয়ে তাঁদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করি।’

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রোকসানা বিনতে আকবর বলেন, ‘বজ্রপাতের শব্দ ও আগুনের আতঙ্কে তাঁরা অজ্ঞান হয়ে যান। পরে তাঁদের জ্ঞান ফেরে। বজ্রপাতে তাঁদের শরীরের কোনো ক্ষতি হয়নি। তাঁরা শঙ্কামুক্ত। তাঁদের চিকিৎসা চলছে। দু–এক দিনের মধ্যে তাঁরা সুস্থ হয়ে যাবেন।’

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই