হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে পুকুর থেকে নিরাপত্তাকর্মীর লাশ উদ্ধার

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কারখানার পুকুর থেকে সাইফ আহমেদ নামের এক নিরাপত্তাপ্রহরীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার উপজেলার বস্তল এলাকার সিটি লুব অয়েল (মবিল) কারখানার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

তালতলা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ফেরদৌস মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

সাইফ ব্রাহ্মণবাড়িয়া সদরের মুন্সেফপাড়ার মৃত মির্জা সিরাজ উদ্দিনের ছেলে। তিনি (নাবিল সিকিউরিটি লিমিটেড) নামক একটি প্রতিষ্ঠানের অধীনে সোনারগাঁয়ে সিটি লুব অয়েল কারখানার নিরাপত্তাপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সিটি লুব অয়েল কারখানার অন্য নিরাপত্তাকর্মীরা জানান, সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। পরে এলাকার স্থানীয়দের সহায়তায় কারখানায় প্রবেশ করলে ভেতরে দায়িত্বরত কাউকে পাওয়া যায়নি।

জানতে চাইলে তালতলা তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. ফেরদৌস মিয়া বলেন, ‘আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তার পরিপ্রেক্ষিতে খোঁজাখুঁজি করে কারখানার পাশের পুকুর থেকে এলাকাবাসীর সহায়তায় লাশ উদ্ধার করি। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে কিছুই জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।’

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির