হোম > সারা দেশ > ঢাকা

এলজিইডির অতিরিক্ত প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বর্তমানে পিআরএলে আছেন। অবৈধ সম্পদের তথ্য ধামাচাপা দিতে মাছচাষির পরিচয় দিতেন। ভুয়া রেকর্ডপত্র সৃজনপূর্বক ১ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকার সম্পদ গোপন করেন।

পাশাপাশি ৪ কোটি ২০ লাখ ৩৭ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জন করেছেন। দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাঁর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আসামির সম্পদ বিবরণী তলব করে দুদক।

আসামির দাখিলকৃত সম্পদ বিবরণী পর্যালোচনায় আরও দেখা যায়, তিনি স্থাবর ও অস্থাবর ১০ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকার সম্পদের ঘোষণা দেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি কোনো দায়-দেনার তথ্য প্রদান করেননি। তবে দুদকের অনুসন্ধানকালে স্থাবর সম্পদ অস্থাবর সম্পদসহ পারিবারিক ব্যয় ব্যতীত সর্বমোট ১২ কোটি ২ লাখ ৯৪ হাজার ৯৩৬ টাকার তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে ঘোষণার চেয়ে ১ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকার বেশি পাওয়া যায় এবং এ সংক্রান্ত কোনো রসিদ বা কোনো রেকর্ডপত্র যাচাইকালে দাখিল করতে পারেননি মজিবুর।

হাদিকে হত্যাচেষ্টা: মির্জা আব্বাসকে নিয়ে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা

আগুনের কালো ধোঁয়ার ভেতর আলো হয়ে উঠলেন শাহীন

এবার প্রতারণা ও মারধরের মামলায় গ্রেপ্তার ব্যারিস্টার তুরিন আফরোজ

সুদানে শান্তিরক্ষা মিশনে নিহত পাকুন্দিয়ার জাহাঙ্গীরের বাড়িতে মাতম

ছোট ভাই প্রটেকশন বাড়াও— রাকসু জিএসকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

বিজয় দিবসে তেজগাঁও বিমানবন্দর এলাকায় ড্রোন না ওড়ানোর অনুরোধ

খিলক্ষেত থানার পাশে পুলিশের জব্দ করা বাসে আগুন

হাদির মস্তিষ্কের অবস্থা ‘খুবই খারাপ’, এখনো আশঙ্কাজনক: চিকিৎসক

উত্তরায় জুলাই রেভেলসের সদস্যের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হাদিকে হত্যাচেষ্টায় জড়িত মোটরসাইকেল শনাক্ত, মালিক সন্দেহে একজন আটক