হোম > সারা দেশ > ঢাকা

এলজিইডির অতিরিক্ত প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. মজিবুর রহমান সিকদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তিনি বর্তমানে পিআরএলে আছেন। অবৈধ সম্পদের তথ্য ধামাচাপা দিতে মাছচাষির পরিচয় দিতেন। ভুয়া রেকর্ডপত্র সৃজনপূর্বক ১ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকার সম্পদ গোপন করেন।

পাশাপাশি ৪ কোটি ২০ লাখ ৩৭ হাজার ৫২৮ টাকার সম্পদ অর্জন করেছেন। দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং ২৬ (২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাঁর বিরুদ্ধে মামলা করেছে দুদক।

আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক জেসমিন আক্তার বাদী হয়ে সংস্থাটির ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। সংস্থাটির ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ সংক্রান্ত অভিযোগের ভিত্তিতে আসামির সম্পদ বিবরণী তলব করে দুদক।

আসামির দাখিলকৃত সম্পদ বিবরণী পর্যালোচনায় আরও দেখা যায়, তিনি স্থাবর ও অস্থাবর ১০ কোটি ৭৮ লাখ ৯০ হাজার টাকার সম্পদের ঘোষণা দেন। দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি কোনো দায়-দেনার তথ্য প্রদান করেননি। তবে দুদকের অনুসন্ধানকালে স্থাবর সম্পদ অস্থাবর সম্পদসহ পারিবারিক ব্যয় ব্যতীত সর্বমোট ১২ কোটি ২ লাখ ৯৪ হাজার ৯৩৬ টাকার তথ্য পাওয়া যায়। অনুসন্ধানকালে ঘোষণার চেয়ে ১ কোটি ২৪ লাখ ৪ হাজার টাকার বেশি পাওয়া যায় এবং এ সংক্রান্ত কোনো রসিদ বা কোনো রেকর্ডপত্র যাচাইকালে দাখিল করতে পারেননি মজিবুর।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই