হোম > সারা দেশ > ঢাকা

রাজধানীতে একই কক্ষে ঝুলছিল বাবা ও ছেলের মরদেহ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

রাজধানীর বাড্ডা থানার বেরাইদ এলাকায় নিজেদের ঘর থেকে বাবা ও ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁরা হলেন—গিয়াস উদ্দিন (৭০) ও তাঁর ছেলে রাকিব হোসেন (৩০)। রাকিব পেশায় ইলেকট্রিশিয়ান এবং তাঁর বাবা অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক। নারায়ণগঞ্জের আড়াইহাজারে তাঁদের গ্রামের বাড়ি। রাত ৮টার দিকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। 

মরদেহ উদ্ধারের বিষয়টি বুধবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা। 

পুলিশ জানায়, রাকিব হোসেনের বুধবার সন্ধ্যায় একটি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু বিয়ের অনুষ্ঠান না পেয়ে তাঁর সহপাঠী হারুন তাঁকে খুঁজতে বাসায় আসেন। রাত আনুমানিক সোয়া ৯টার দিকে গিয়ে বাসার দরজা বন্ধ পেয়ে হারুন ও তাঁর অন্য সহপাঠীরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। তখন তাঁরা বাবা ও ছেলের ঝুলন্ত মৃতদেহ দেখতে পান।

পরে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ সাড়ে ৯টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহ উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

প্রাথমিকভাবে জানা যায়, গিয়াস উদ্দিনের স্ত্রী প্রায় দুই বছর আগে মারা গেছেন। এরপর থেকে বাবা–ছেলে ওই বাসার একটি কক্ষে বাস করতেন। প্রায় ১২ বছর যাবত ওই বাসায় ভাড়াটিয়া হিসেবে আছেন তাঁরা।

প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, বাবা–ছেলের মধ্যে প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে বিবাদ হতো। ধারণা করা হচ্ছে, এরই ধারাবাহিকতায় তাঁরা উভয়ে রাগ ও ক্ষোভের বশবর্তী হয়ে আত্মহত্যা করেছেন।

ডাকসুর কনসার্টে বিনা মূল্যে সিগারেট বিতরণ ও ‘ইউরেনিয়াম’ স্লোগান নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া

তালাকপ্রাপ্ত স্ত্রীকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম, ফোনে আবার হত্যার হুমকি

রাজধানীর গুলশানে ঘর থেকে তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার

নীতিসহায়তা না পেলে ওষুধে স্বয়ংসম্পূর্ণতা ঝুঁকিতে পড়বে

কেরানীগঞ্জে রাতের আঁধারে মাটি লুট, গ্রেপ্তার ১

মৌখিক পরীক্ষার দেড় মাস পরও ফল প্রকাশ হয়নি, হতাশায় পরীক্ষার্থীরা

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন