হোম > সারা দেশ > ঢাকা

সোনারগাঁয়ে ৭ কিলোমিটার যানজট, মহাসড়কে চরম ভোগান্তি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ছবি: আজকের পত্রিকা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ অংশে ৭ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে লাঙ্গলবন্দ সেতু থেকে মুন্সিগঞ্জের গজারিয়া পর্যন্ত এই যানজটের কারণে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রী ও চালকেরা।

সরেজমিনে দেখা যায়, ঢাকামুখী লেনে লাঙ্গলবন্দ থেকে মেঘনা টোল প্লাজা পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি। অনেক যাত্রী ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে রয়েছে।

ঢাকাগামী যাত্রী আলিফ উদ্দিন বলেন, ‘প্রায় এক ঘণ্টা ধরে মোগরাপাড়ায় একই জায়গায় দাঁড়িয়ে আছি। গাড়ি একচুলও নড়ছে না। শুনেছি লাঙ্গলবন্দ ব্রিজে সমস্যা হয়েছে।’

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, ‘লাঙ্গলবন্দের ব্রিজের অবস্থা খুব খারাপ। সেখানে গাড়ি ধীরে চলছে, এ কারণে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা ট্রাফিক ব্যবস্থাপনায় কাজ করছি। আশা করি শিগগিরই স্বাভাবিক হবে।’

নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুর রহিম জানান, ‘টানা বৃষ্টির কারণে সড়কের পিচ ও বিটুমিন উঠে গিয়ে কয়েকটি স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। লাঙ্গলবন্দ সেতুর প্রবেশপথে বড় গর্ত হয়ে গেছে। তাই গাড়ি ধীরগতিতে চলতে বাধ্য হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘সড়ক ও জনপথ বিভাগের (সওজ) একটি দল ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে মেরামতের কাজ শুরু করেছে।’

এদিকে যানজটে আটকে থাকা যাত্রী ও চালকদের অভিযোগ, দ্রুত ব্যবস্থা না নিলে প্রতিদিন এমন দুর্ভোগ আরও বাড়বে। বিশেষ করে শ্রমজীবী মানুষ ও শিক্ষার্থীরা সবচেয়ে বেশি কষ্টে পড়ছে।

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা মুক্তিযুদ্ধের বাংলাদেশের ওপর আঘাত: ক্র্যাব

প্রথম আলোতে হামলার ঘটনায় আরও ২ আসামি কারাগারে

‘যেকোনো মুহূর্তে’ যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের এক যুবক নিহত

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চ

‎জবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

ঢাকায় ঘন কুয়াশা : ৮ ফ্লাইট নামল চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে

ঘন কুয়াশায় সাড়ে ১৪ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ফেরি চলাচল শুরু

তারেক রহমানের ওসমান হাদির কবর জিয়ারতকে ঘিরে শাহবাগ এলাকায় কড়া নিরাপত্তা

হাদির কবর জিয়ারতে আসবেন তারেক রহমান, শাহবাগ মোড় থেকে সরে গেল ইনকিলাব মঞ্চ