হোম > সারা দেশ > টাঙ্গাইল

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় ২ কারখানা শ্রমিক নিহত

প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন শ্রমিক মারা গেছেন। আজ শনিবার বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মির্জাপুর উপজেলার দেওহাটা ও গোড়াই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন টাঙ্গাইলের মধুপুর উপজেলার আকাশি গ্রামের সাইদুল ইসলামের স্ত্রী নাজমা বেগম (২৮) এবং গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার রামদন ভয়ামারি গ্রামের গোলাম হোসেন (৩০)। তাঁরা গাজীপুরের আলাদা দুইটি কারখানায় কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী জানায়, লকডাউন বহাল থাকলেও রোববার কারখানা খোলা হবে। চাকরি রক্ষায় যোগ দিতে হবে কাজে। এমন খবরে মোটরসাইকেল ভাড়া করে দুপুরে মধুপুর থেকে গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন কারখানা শ্রমিক নাজমা বেগম (২৮)। পথিমধ্যে বিকেল সাড়ে ছয়টার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার দেওহাটা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই নাজমা বেগম মারা যান। তবে চালক অক্ষত রয়েছে।

এর আগে বোনকে নিয়ে গোলাম হোসেন মোটরসাইকেল চালিয়ে গাজীপুরে কর্মস্থলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। বিকেল পাঁচটার দিকে গোড়াই এলাকায় পৌঁছালে পেছন থেকে মোটরসাইকেলটিকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই গোলাম হোসেন মারা যান। তাঁর বোন অক্ষত রয়েছেন।

হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আদম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুজনই কারখানার শ্রমিক। তাঁরা রোববার কর্মস্থলে যোগ দিতে বাড়ি থেকে গাজীপুরের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তাঁদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন