হোম > সারা দেশ > ঢাকা

কাগজে-কলমে মেয়র হওয়ায় দায়িত্ব পালন করলাম: জাতীয় ঈদগাহ পরিদর্শন শেষে ইশরাক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ফাইল ছবি

আগামী মেয়র নির্বাচনের আগ পর্যন্ত নিজেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএনসিসি) আইনগত মেয়র বলে ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, ‘আগামী মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত লিগ্যালি (আইনগত) আমি এখনো মেয়র। তারা শপথ গ্রহণ করাইলো কি না করাইলো—এটা তাদের সমস্যা।’

আজ শুক্রবার সকালে (৬ জুন) জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটি জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

বিপ্লবী ঢাকা কাউন্সিল গঠন করা হবে জানিয়ে ইশরাক বলেন, ‘নগর ভবনে কোনো প্রশাসক বা উপদেষ্টা বসবে না। নগর ভবনে যদি কোনো প্রশাসনিক সমস্যা হয়, তাহলে আমরা ৭৫ ভাগ থেকে সাবেক কমিশনার, কাউন্সিলর, ভোটার, গণ্যমান্য ব্যক্তি, স্কুলের প্রধান শিক্ষকদের নিয়ে প্রয়োজনে বিপ্লবী ঢাকা কাউন্সিল টাইপের কিছু করে সাময়িকভাবে নিয়োগ দিয়ে নগর ভবন চালাব। এখান থেকে ফিরে আসা বা হার মানার সুযোগ নেই।’

ডিএনসিসির প্রশাসকের পর ঈদগাহ ময়দান পরিদর্শন এসে সাংবাদিকদের ইশরাক বলেন, ‘তিনি (বর্তমান প্রশাসক) নগরের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এটা তাঁর রুটিন কাজ। যেহেতু আমি কাগজে-কলমে মেয়র, সে জন্য নিজের দায়িত্বটুকু পালন করেছি। আমি কোনো রাজনীতিতে জড়াচ্ছি বলে মনে হয় না আমার।’

ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট

গজারিয়ায় পুলিশের টহল গাড়িতে কাভার্ড ভ্যানের ধাক্কা, সার্জেন্টসহ আহত দুই

রাজবাড়ীতে চাঁদাবাজির সময় গণপিটুনিতে সম্রাট বাহিনীর প্রধান নিহত

সুজনের গোলটেবিলে পর্যবেক্ষণ: ভোটের খরচ না কমলে দুর্নীতিও কমবে না

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন