হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে হঠাৎ ঝড়-বৃষ্টিতে ফসলের ক্ষতি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

হঠাৎ ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে মুন্সিগঞ্জের সিরাজদিখানে ফসলের ক্ষতি হয়েছে। বিশেষ করে উঠতি ফসল ভুট্টা, সূর্যমুখী, কলা গাছ নুয়ে ও ভেঙে পড়েছে। এ ছাড়া আমের গুটি গাছ থেকে ঝরে পড়েছে। অন্যদিকে শাক-সবজির ক্ষতি হয়েছে। 

আজ রোববার ভোরে ২৫ মিনিটের ঝোড়ো হাওয়া আর বৃষ্টিতে ফসলসহ উপজেলার ১৪টি ইউনিয়নের গাছ-পালা, বেশ কিছু ঘর-বাড়ি টিনের চাল উড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। বয়রাগাদী ইউনিয়নের উত্তর গোবরদী গ্রামের ভুট্টা, সূর্যমুখী, কলা গাছ নুয়ে এবং ভেঙে পড়েছে। 

এদিন উপজেলা ঘুরে দেখা গেছে, অনেক জমিতে ভেঙে পড়েছে ভুট্টা, সূর্যমুখী, কলা, পেঁপেগাছ। নষ্ট হয়েছে বিভিন্ন জমির শাক-সবজি। এতে কৃষকেরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। তবে উপজেলা কৃষি কর্মকর্তা বলছেন শাকসবজির তেমন একটা ক্ষতি হয়নি, এগুলো কয়েক দিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। 

বয়রাগাগী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সূর্যমুখী চাষি গোলাম হাবিবুর রহমান সোহাগ বলেন, ‘৩৫ শতাংশ জমিতে সূর্যমুখী চাষ করেছি। জমিজুড়ে ফুলে ভরে গিয়েছিল। হঠাৎ ভোরে ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে আমার জমির সূর্যমুখীর অনেক গাছ ভেঙে নিচে পড়ে গেছে। এতে কী পরিমাণে ফসল পাব জানি না। মাত্র সূর্যমুখী গাছে ফুল ফুটেছে, সেগুলোর ফসল অপরিপক্ব রয়েছে।’ 

আরেকজন ভুট্টা চাষি আল মাহমুদ বলেন, ‘২০ শতাংশ জমিতে ভুট্টা চাষ করেছি। সকালের ঝোড়ো হাওয়ায় সব ভুট্টা গাছ নিচে পড়ে গেছে। অনেকগুলো ভেঙে গেছে। গাছগুলোতে মাত্র ফসল ধরেছে।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাঈদ শুভ্র বলেন, ‘আজ ভোরে হঠাৎ বৃষ্টিসহ দমকা হাওয়ায় ফসলের কিছু ক্ষতি হয়েছে। তবে বেশি ক্ষতি হয়নি। ঝোড়ো হাওয়া পরবর্তী আমরা কৃষকদের পাশেই রয়েছি। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ এবং সহযোগিতা করে যাচ্ছে, যাতে করে ফসল নষ্ট কম হয়।’

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির

নারায়ণগঞ্জে সিমেন্ট কারখানায় বিস্ফোরণে ৭ জন দগ্ধ

দক্ষিণ বনশ্রীতে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার