হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জে যমুনা টেলিভিশনের গাড়িতে হামলা, সাংবাদিককে মারধর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নারায়ণগঞ্জের রূপগঞ্জ কাঞ্চন ব্রিজ এলাকায় যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার আল আমিন হকের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। এ সময় ভিডিও জার্নালিস্ট আহসান উল্লাহ খন্দকারকে আঘাত করে তাঁরা। আজ শনিবার বিকেলে রূপগঞ্জ কাঞ্চন ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। 

হামলার শিকার আল আমিন হক জানান, বাণিজ্য মেলার সংবাদ সংগ্রহ করে অফিসে ফেরার সময় রূপগঞ্জ ব্রিজের নিচে তীব্র যানজটের মধ্যে তাঁদের গাড়িতে হামলা করেন দুর্বৃত্ত আসলাম। পরে যমুনা টেলিভিশনের ক্যামেরাও ভাঙচুর চালানোর চেষ্টা করা হয়। প্রতিবাদ করলে আরও কয়েকজন সহযোগী ডেকে আনে অভিযুক্ত হামলাকারী আসলাম। পরে সহযোগীরা মিলে যমুনা টেলিভিশনের রিপোর্টার আল আমিন হককে মেরে রক্তাক্ত করে। কয়েক দফায় হামলা করে ক্যামেরা ও ভিডিও জার্নালিস্টের ওপর। 

তিনি বলেন, আমার ওপরে হামলার ঘটনার বিষয়টি রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানান হয়েছে। এ বিষয়ে মামলা করব। 
 
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম ছায়েদ আজকের পত্রিকাকে বলেন, বিষয়টি শুনেছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় এসে অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

তিনি বলেন, হামলাকরী এলাকার স্থানীয় কেউ না বলে জানতে পরেছি। ওই হামলাকারী মেলায় ঘুরতে আসে। ভুক্তভোগী থানায় আসলে বোঝা যাবে, কি হয়েছে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু