হোম > সারা দেশ > ঢাকা

ব্যাংক কার্ড থেকে বিকাশে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়া প্রতারক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিকাশে ৬ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার মো. নুর উদ্দিন। ছবি: ডিএমপি

রাজধানীর রমনা থানার মগবাজার ওয়্যারলেস এলাকা থেকে প্রতারণা মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. নুর উদ্দিন ওরফে জাহাঙ্গীর (৩৭)।

গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে মগবাজারের সেলিনা পারভীন রোডের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

সিটিটিসি জানায়, মো. আব্দুল হাই (৫১) নামে এক ব্যবসায়ী গত বছরের ২ অক্টোবর প্রতারণার শিকার হন। ওই দিন অজ্ঞাতনামা এক ব্যক্তি ফোনে নিজেকে ব্যাংকের প্রতিনিধি পরিচয় দিয়ে ক্রেডিট ও ডেবিট কার্ড আপগ্রেডের প্রলোভন দেখান। আব্দুল হাই স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইস্টার্ন ব্যাংকের কার্ডের তথ্য দিয়ে দেন। পরে প্রতারক স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের এসএমএস থেকে পিন কোড সংগ্রহ করে বিকাশের মাধ্যমে প্রথমে দুই দফায় ১ লাখ টাকা হাতিয়ে নেন। এরপর ইস্টার্ন ব্যাংকের ক্রেডিট কার্ড থেকে ১০ দফায় প্রতিবার ৫০ হাজার টাকা করে মোট ৫ লাখ টাকা আত্মসাৎ করেন। এভাবে তিনটি কার্ড থেকে মোট ৫ লাখ টাকা হাতিয়ে নেয় প্রতারক চক্র।

ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান জানান, ঘটনার পরদিন ৩ অক্টোবর ২০২৩ সালে পল্টন মডেল থানায় মামলা দায়ের হয়। পরে মামলার তদন্তভার সিটিটিসির ওপর অর্পণ করা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় নুর উদ্দিনকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত

ডাক বিভাগের ফ্রান্সে রপ্তানির কার্গোতে ইয়াবা, ধরা পড়ল শাহজালাল বিমানবন্দরে