হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

সুলতান’স ডাইনসহ ৬ রেস্তোরাঁকে রাজউকের জরিমানা 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরের ছয়টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। একই সঙ্গে এক ভবন মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আজ রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় মনির টাওয়ার ও এমডি স্কয়ারে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম। 

অভিযানে জরুরী বর্হিগমন পথ ব্যবহারে প্রতিবন্ধকতা থাকায় মনির টাওয়ারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবনটিতে অবস্থিত দাওয়াত ই মেজবান, স্টার লাউঞ্জ, ক্রাউন রেস্টুরেন্ট, ক্রাশ স্টেশন, ডাইনিং লাউঞ্জকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া এমডি স্কয়ারে থাকা সুলতান ডাইনসকেও ৫০ হাজার টাকাসহ অভিযানে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়। 

অভিযানের বিষয়ে আমিনুল ইসলাম বলেন, ‘এই ভবনগুলোতে অফিস স্থাপন করার কথা, তার বদলে এখানে রেস্তোরাঁ বসানো হয়েছে। ভবনে জরুরী বর্হিগমন পথ থাকলেও সেটা ব্যবহার করা হচ্ছে না এবং বর্হিগমন পথে প্রতিবন্ধকতা তৈরি করে রাখা হয়েছে। এই কারণে ছয়টি রেস্তোরাঁ ও একটি ভবনের মালিককে মোট সাড়ে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এসব সমস্যা সমাধান করতে না পারলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ 

অভিযানে ছিলেন নারায়ণগঞ্জ রাজউক (জোন 8) এর অথোরাইজ অফিসার ইলিয়াস, ভবন পরিদর্শক শফিউল্লাহ, শামসুজ্জামান নয়ন, রুবেল, সারোয়ার হোসেন, তারিকুর রহমান প্রমুখ।

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল

বিমানবন্দর থেকে গুলশান ও এভারকেয়ার হাসপাতাল এলাকায় ড্রোন ওড়ানো নিষেধ‎

বড়দিন উপলক্ষে আজ সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত আতশবাজি ও ফানুস ওড়ানো নিষেধ

শ্রীপুরে গভীর রাতে ইটভাটায় ডেকে নিয়ে জাসাস নেতাকে কুপিয়ে হত্যা

যুবদল নেতা আরিফ সিকদার হত্যা: সুব্রত বাইনের মেয়ে ফের রিমান্ডে

ঘন কুয়াশায় মাওয়া এক্সপ্রেসওয়েতে চার যানবাহনের সংঘর্ষ, আহত কয়েকজন

ডেইলি স্টারে হামলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

ঢাকা মেডিকেলে ফেলে যাওয়া তরুণীর মরদেহ শনাক্ত, পরিবারের অভিযোগ হত্যা

পাখিও তো গান গায়, পাখির নীড় ভাঙবে কবে—সংস্কৃতিকর্মীর জিজ্ঞাসা

হাদি হত্যা মামলা: ফয়সালদের ৮ ব্যাংক হিসাব অবরুদ্ধ