হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে ১৫ জুন ৩ ইউপিতে নির্বাচন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর, চরমান্দালিয়া ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 

ঘোষিত তফসিলের সিদ্ধান্ত অনুযায়ী ৩টি ইউনিয়নেই ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। গত ২৬ ডিসেম্বর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার একটিতেও ইভিএম পদ্ধতি ব্যবহার করা হয়নি। ইভিএম পদ্ধতিতে এই উপজেলায় প্রথমবারের মতো ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় আগামী ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে পর্যন্ত। 

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আগামী ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত। 

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, উপজেলার তিনটি ইউনিয়নেই ভোট হবে ইভিএমে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন কার্যক্রম শুরু করেছে। রিটার্নিং কর্মকর্তা নিয়োগ থেকে শুরু করে ধাপে ধাপে নির্বাচন পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে।

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল