হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে ১৫ জুন ৩ ইউপিতে নির্বাচন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর, চরমান্দালিয়া ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 

ঘোষিত তফসিলের সিদ্ধান্ত অনুযায়ী ৩টি ইউনিয়নেই ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। গত ২৬ ডিসেম্বর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার একটিতেও ইভিএম পদ্ধতি ব্যবহার করা হয়নি। ইভিএম পদ্ধতিতে এই উপজেলায় প্রথমবারের মতো ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় আগামী ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে পর্যন্ত। 

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আগামী ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত। 

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, উপজেলার তিনটি ইউনিয়নেই ভোট হবে ইভিএমে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন কার্যক্রম শুরু করেছে। রিটার্নিং কর্মকর্তা নিয়োগ থেকে শুরু করে ধাপে ধাপে নির্বাচন পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির