হোম > সারা দেশ > নরসিংদী

মনোহরদীতে ১৫ জুন ৩ ইউপিতে নির্বাচন

মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মনোহরদী উপজেলার কৃষ্ণপুর, চরমান্দালিয়া ও খিদিরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন আগামী ১৫ জুন অনুষ্ঠিত হবে। গতকাল সোমবার নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ূন কবীর খোন্দকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। 

ঘোষিত তফসিলের সিদ্ধান্ত অনুযায়ী ৩টি ইউনিয়নেই ভোট গ্রহণ হবে ইভিএম পদ্ধতিতে। গত ২৬ ডিসেম্বর উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যার একটিতেও ইভিএম পদ্ধতি ব্যবহার করা হয়নি। ইভিএম পদ্ধতিতে এই উপজেলায় প্রথমবারের মতো ইউপি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। 

তফসিল অনুযায়ী, মনোনয়ন পত্র দাখিলের শেষ সময় আগামী ১৭ মে ও মনোনয়নপত্র বাছাই ১৯ মে পর্যন্ত। 

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে আগামী ২০ থেকে ২২ মে পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ২৩ থেকে ২৫ মে পর্যন্ত। 

এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে। আর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১৫ জুন।

এ বিষয়ে মনোহরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা জানান, উপজেলার তিনটি ইউনিয়নেই ভোট হবে ইভিএমে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য নির্বাচন কমিশন কার্যক্রম শুরু করেছে। রিটার্নিং কর্মকর্তা নিয়োগ থেকে শুরু করে ধাপে ধাপে নির্বাচন পরিচালনার সকল প্রস্তুতি সম্পন্ন করা হবে।

রেকর্ড ৩ হাজার নবীন বিজিবি সদস্য শপথ নিচ্ছেন আজ

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’