গাজীপুরের টঙ্গীতে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার ভোর সাড়ে ৪টার দিকে বউবাজার এলাকায় ট্রেনের বগিটি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-রাজশাহী ও ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয় হয়েছে।
টঙ্গী রেলওয়ে স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার রাকিবুল ইসলাম বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী মালবাহী ট্রেন টঙ্গীর বউবাজার রেলগেট এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এতে কয়েকটি রুটে ট্রেন চলাচলে শিডিউল বিপর্যয় হয়েছে।’
স্টেশন মাস্টার আরও বলেন, ‘এখনো উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে পৌঁছায়নি। তাই বর্তমানে শুধু একটি লাইনে ঢাকা থেকে টঙ্গী পর্যন্ত রেল চলাচল করছে।’