হোম > সারা দেশ > ঢাকা

প্রেমিকাকে ছুরিকাঘাত, যুবক আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় প্রেমিকাকে (৩৫) ঢাকায় মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। আটক প্রেমিক যুবক মো. রাকিব শেখ (৩৫) সিরাজদিখান থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় মেয়েটির চাচাশ্বশুর সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ছাতিয়ানতলী গ্রামের যুবক রাকিব ও সৌদিপ্রবাসীর স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার সালিসি বৈঠকও হয়। আজ বেলা ৩টার দিকে ওই প্রেমিক ও প্রেমিকা একটি নির্জন স্থানে কথাবার্তা বলছিলেন। একপর্যায়ে শারীরিক সম্পর্কের চেষ্টা করলে প্রেমিকা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক যুবক রাকিব তাঁর প্রেমিকাকে ছুরিকাঘাত করেন।

এ সময় প্রেমিকার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাৎক্ষণিক প্রেমিক যুবককে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া ছুরিকাহত অবস্থায় প্রেমিকাকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠান।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা একজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হয়েছে।’

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু