হোম > সারা দেশ > ঢাকা

প্রেমিকাকে ছুরিকাঘাত, যুবক আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় প্রেমিকাকে (৩৫) ঢাকায় মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। আটক প্রেমিক যুবক মো. রাকিব শেখ (৩৫) সিরাজদিখান থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় মেয়েটির চাচাশ্বশুর সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ছাতিয়ানতলী গ্রামের যুবক রাকিব ও সৌদিপ্রবাসীর স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার সালিসি বৈঠকও হয়। আজ বেলা ৩টার দিকে ওই প্রেমিক ও প্রেমিকা একটি নির্জন স্থানে কথাবার্তা বলছিলেন। একপর্যায়ে শারীরিক সম্পর্কের চেষ্টা করলে প্রেমিকা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক যুবক রাকিব তাঁর প্রেমিকাকে ছুরিকাঘাত করেন।

এ সময় প্রেমিকার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাৎক্ষণিক প্রেমিক যুবককে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া ছুরিকাহত অবস্থায় প্রেমিকাকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠান।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা একজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হয়েছে।’

রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ

‘মার্চ ফর ইনসাফ’ চালিয়ে যাবে ইনকিলাব মঞ্চ

মাদুরোর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস ঘেরাওয়ের ডাক গণতান্ত্রিক যুক্তফ্রন্টের

জীবন বাঁচাতে ডোবায় ঝাঁপ দিয়েও শেষ রক্ষা হয়নি খোকনের

উড়ালসড়কে প্রাইভেট কার-মোটরসাইকেল সংঘর্ষ, নিহত ১

বসুন্ধরায় আইনজীবী হত্যার প্রতিবাদে মানববন্ধন

শীতের সকালে গুলশানের মাদ্রাসায় নারীকে খুঁটিতে বেঁধে পানি ঢেলে নির্যাতন

সেই আবেদ আলীর সহযোগী জাকারিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা ও সচিবালয় এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ