হোম > সারা দেশ > ঢাকা

প্রেমিকাকে ছুরিকাঘাত, যুবক আটক

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরকীয়া প্রেমিকাকে ছুরিকাঘাতের অভিযোগ পাওয়া গেছে এক যুবকের বিরুদ্ধে। আজ বৃহস্পতিবার (১২ জুন) বিকেলে উপজেলার কোলা ইউনিয়নের ছাতিয়ানতলী গ্রামে এ ঘটনা ঘটে। রক্তাক্ত অবস্থায় প্রেমিকাকে (৩৫) ঢাকায় মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। আটক প্রেমিক যুবক মো. রাকিব শেখ (৩৫) সিরাজদিখান থানা-পুলিশের হেফাজতে রয়েছেন।

এ ঘটনায় মেয়েটির চাচাশ্বশুর সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরেই ছাতিয়ানতলী গ্রামের যুবক রাকিব ও সৌদিপ্রবাসীর স্ত্রীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছে। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার সালিসি বৈঠকও হয়। আজ বেলা ৩টার দিকে ওই প্রেমিক ও প্রেমিকা একটি নির্জন স্থানে কথাবার্তা বলছিলেন। একপর্যায়ে শারীরিক সম্পর্কের চেষ্টা করলে প্রেমিকা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রেমিক যুবক রাকিব তাঁর প্রেমিকাকে ছুরিকাঘাত করেন।

এ সময় প্রেমিকার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে আসেন। তাৎক্ষণিক প্রেমিক যুবককে আটক করা হয়। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করেন স্থানীয় বাসিন্দারা। এ ছাড়া ছুরিকাহত অবস্থায় প্রেমিকাকে উদ্ধার করে ঢাকা মিটফোর্ড হাসপাতালে পাঠান।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন বলেন, ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা একজনকে আটক করে আমাদের কাছে সোপর্দ করেছেন। এ ঘটনায় একটি লিখিত অভিযোগ হয়েছে।’

হাদি হত্যা মামলার চার্জশিট না দেওয়া পর্যন্ত ‘মার্চ ফর ইনসাফ’ করবে ইনকিলাব মঞ্চ

ভৈরবে ভুল চিকিৎসায় গৃহবধূর মৃত্যুর অভিযোগ, থানায় লাশ রেখে ৪ লাখে রফাদফা

ভেনেজুয়েলা তেলশিল্পকে রাষ্ট্রীয়করণ করায় যুক্তরাষ্ট্রের হামলা: উদীচী

বুয়েটের নকশা করা ব্যাটারি রিকশা ঢাকার যে দুটি এলাকায় চলাচলের অনুমতি পেল

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তাসনিম জারা

হাদি হত্যার মূল আসামি ফয়সালের ভিডিও বার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ