হোম > সারা দেশ > ফরিদপুর

সালথা উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের সালথায় কলেজছাত্রীর পরিবারের লোকজনকে পেটানোর মামলায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রায় মোহন কুমারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল সোমবার রাতে জেলার ভাঙ্গা উপজেলা সদরের বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর র‍্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার বলেন, ‘গতকাল রাতেই রায়মোহনকে সালথা থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক জানান, ‘এক কলেজ ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় তাঁর বাবা-চাচাসহ কয়েকজনকে পেটানোর মামলায় পলাতক আসামি হিসেবে রায় মোহনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁকে ফরিদপুরের আদালতে পাঠানো হয়।’

পুলিশ জানায়, ১০ মার্চ সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে দলবল নিয়ে একই পরিবারের তিন ব্যক্তিকে পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে উপজেলা ছাত্রলীগের সভাপতি রায়মোহনের বিরুদ্ধে। এই ঘটনায় ওই কলেজ ছাত্রীর মা বাদী হয়ে পরের দিন সালথা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে রায় মোহন জানান, কলেজ ছাত্রীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। পরে সম্পর্ক ভেঙে গেলে ঘটনার দিন স্থানীয় এক ব্যক্তির মধ্যস্থতায় মীমাংসা করতে গেলে উল্টো রায় মোহনকে মারধর করা হয়।

স্বেচ্ছাসেবক দলের নেতা মোসাব্বির হত্যায় শুটার জিনাতসহ গ্রেপ্তার ৩

এবার মিরপুর রোডে তিতাসের ভালভ ফেটেছে, ভোগান্তি দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা

মোসাব্বির হত্যা: খুনিদের ছবি স্পষ্ট পরিচয় অজানা

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা