হোম > সারা দেশ > ঢাকা

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ 

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। 

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা যায়। 
এ ব্যাপারেও বেসরকারি অফিসের কর্মকর্তা আরিফ জানান, রাস্তা অবরোধের কারণে অফিসে যেতে পারছি না। এমনকি বাইক নিয়ে যাওয়াও কষ্টকর হয়ে পড়েছে। 

পথচারী আয়েশা বেগম বলেন, ‘আমি যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বাস যেতে পারছে না। তাই পড়েছি চরম দুর্ভোগে।’ 
 
মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে তাঁদের স্লোগান ছিল—‘কোটা আন্দোলনকারীদের ওপর হামলা কেন, বিচার চাই বিচার চাই’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম।’

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক