হোম > সারা দেশ > ঢাকা

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম সড়ক অবরোধ 

কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের টোল প্লাজার সামনে শিক্ষার্থীরা অবস্থান নেন। 

এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। অফিসগামীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শত শত মানুষকে পায়ে হেঁটে চলাচল করতে দেখা যায়। 
এ ব্যাপারেও বেসরকারি অফিসের কর্মকর্তা আরিফ জানান, রাস্তা অবরোধের কারণে অফিসে যেতে পারছি না। এমনকি বাইক নিয়ে যাওয়াও কষ্টকর হয়ে পড়েছে। 

পথচারী আয়েশা বেগম বলেন, ‘আমি যাব ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে বাস যেতে পারছে না। তাই পড়েছি চরম দুর্ভোগে।’ 
 
মিছিলে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা। মিছিলে মিছিলে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। মিছিলে তাঁদের স্লোগান ছিল—‘কোটা আন্দোলনকারীদের ওপর হামলা কেন, বিচার চাই বিচার চাই’, ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম।’

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: পলাতক পরিচালকের স্ত্রীসহ তিন নারী রিমান্ড শেষে কারাগারে

বাণিজ্য মেলায় থাকবে বিআরটিসির বাস সার্ভিস, উদ্বোধন দুই দিন পেছাল

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

রাজধানীর হাজারীবাগে যুবককে কুপিয়ে হত্যা

নিষেধাজ্ঞা ভেঙে আতশবাজি-ফানুসে খ্রিষ্টীয় বর্ষবরণ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন