হোম > সারা দেশ > গাজীপুর

আরেক জনের কোলে শিশুকে রেখে উধাও নারী

মধ্যবয়সী কালো বোরকা পড়া এক নারী অজ্ঞাত নামা এক শিশুকে কোলে নিয়ে হাসপাতালে হাঁটাহাঁটি করছিলেন। হাসপাতালে আসা অপর নারী দেলোয়ারাকে ডেকে বলেন, ‘আপনি আমার শিশু সন্তানটিকে একটু কোলে নিবেন? আমি ওয়াশ রুমে যাব। প্লিজ একটু নেন।’ এভাবেই আনুমানিক চার মাস বয়সী একটি ছেলে শিশুকে ওয়াশ রুমে যাওয়ার কথা বলে দেলোয়ারা নামের এক নারীর কাছে রেখে উধাও হয়ে যান ওই নারী। 

বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় সদর হাসপাতালে এ ঘটনা ঘটে। দেলোয়ারা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার চরশ্রীরামপুর গ্রামের মো. নূরুল ইসলামের স্ত্রী। 

ওই নারী কি শিশুর মা? আর কি কারণে শিশুটিকে ফেলে চলে গেছেন, এ বিষয়ে কোনো উত্তর পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। 

দেলোয়ারা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মেয়ে শরিফাকে নিয়ে ডাক্তার দেখাতে হাসপাতালে আসেন তিনি। এর কিছুক্ষণ পর মধ্যবয়সী এক নারী বাথরুমে যাওয়ার কথা বলে ফুটফুটে শিশুটি তাঁর কোলে রেখে চলে যান। চলে যাওয়ার ৩ ঘণ্টা অতিবাহিত হলেও ওই নারী ফিরে আসেননি। এরপর হাসপাতালের আশপাশের এলাকা বিভিন্ন রুমে খোঁজ না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে অবহিত করেন দেলোয়ারা। শিশুটির গায়ে সাদা রঙের স্যান্ডো গেঞ্জি ও সাদা রঙের প্যান্ট পরা অবস্থায় রয়েছে। 

হাসপাতালের সিনিয়র নার্স নূরুনাহার বলেন, শিশুটি বর্তমানে হাসপাতালের হেফাজতে রয়েছে। শিশুটি অনেক কান্নাকাটি করছে। দীর্ঘ সময় ধরে বুকের দুধ না পেয়ে শিশুটি বেশি কান্নাকাটি করছে বলে তাঁর ধারণা। 

শ্রীপুর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রণয় ভূষণ দাস বলেন, ছেলে শিশুটিকে হাসপাতালের একটি বেড রাখা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। তিনি আরও জানান, এরই মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা হয়েছে। সমাজ সেবা কর্মকর্তার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। 

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো. তরিকুল ইসলাম বলেন, হাসপাতালে একটি শিশু সন্তান ফেলে যাওয়ার খবর শুনেছি। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে বলা হয়েছে। 

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল