হোম > সারা দেশ > ঢাকা

ঢাকায় মহাসমাবেশের আগের দিন আটক বিএনপি নেতার কারাগারে মৃত্যু

ঢামেক প্রতিবেদক

ঢাকা কেন্দ্রীয় কারাগারে (কেরানীগঞ্জ) বন্দী আবুল বাশার (৩৬) নামে এক হাজতি মারা গেছেন। তিনি ওয়ার্ড বিএনপির নেতা ছিলেন বলে দাবি পরিবারের।

আজ সোমবার বেলা আড়াইটার দিকে ওই বন্দীকে কারারক্ষীরা অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া হাজতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। 

হাসপাতালে দায়িত্বরত কারারক্ষী মো. রোকনুজ্জামান জানান, কারাগারে ওই আসামি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় কারা চিকিৎসকের পরামর্শে তাঁকে ঢাকা হাসপাতালে নিয়ে আসা হলে। চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নম্বর ৩৩৮০৫/২৩। 

আবুল বাশার কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার অষ্ট গড়িয়া নয়াপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে। তিনি মালিবাগ বাগানবাড়ি এলাকায় স্ত্রী সোমা আক্তার, এক ছেলে ও এক মেয়েকে নিয়ে ভাড়া থাকতেন।

মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে আসেন বাশারের ভাই মো. শাহ আলম। তিনি বলেন, ‘বাশার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ১৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন এবং পশ্চিম মালিবাগ ইউনিটের সাধারণ সম্পাদক ছিলেন। সমাবেশের আগে গত ২৬ জুলাই মালিবাগের সাফেনা হাসপাতালের সামনে থেকে পুলিশ তাঁকে ধরে নিয়ে যায়। আজ আমরা জানতে পারি আমার ভাইকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। পরে হাসপাতালে এসে ভাইয়ের মৃতদেহ দেখতে পাই।’

বিএনপি কার্যালয়ের সামনে থেকে গ্রেপ্তার ইনামে হামীম ৩ দিনের রিমান্ডে

একটি এনআইডি আসল, অন্য দুটি হোটেলে গার্লফ্রেন্ড নিয়ে যেতে: তারেকের বাসার সামনে আটক হামীম

পার্ক, খেলার মাঠ ও গণপরিসর রক্ষায় ডিএনসিসির স্টিয়ারিং কমিটি গঠন

কেরানীগঞ্জে এবার কারখানায় বিকট শব্দে বিস্ফোরণ, নিহত ১

বিসিআইসির ইকবালের জমি-ফ্ল্যাট ক্রোক, ব্যাংক হিসাব অবরুদ্ধ

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার অভিযোগ

সাগর-রুনি হত্যা: ১২৩ বারের মতো পেছাল তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ

মোহাম্মদপুরে ভোরবেলা পিকআপে করে স্বর্ণের দোকানে লুট

জুলাই গণ-অভ্যুত্থান: রায়েরবাজারে দাফন ১১৪ মরদেহের মধ্যে ৮ জনের পরিচয় শনাক্ত, পরিবারের কাছে হস্তান্তর

জাবির আবাসিক হল থেকে ২০ বোতল বিদেশি মদ জব্দ