হোম > সারা দেশ > ঢাকা

সাংবাদিককে গালাগাল করে ছাত্রলীগের নেতা বললেন, ‘যা মন চায় করেন’

ঢাবি প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ শোভাযাত্রার সময় মারামারির ঘটনা ভিডিও করতে গেলে এক সাংবাদিককে গালাগাল করে মারতে তেড়ে আসেন কেন্দ্রীয় ছাত্রলীগের স্কুলছাত্রবিষয়ক সম্পাদক পুতুল চন্দ্র রায়। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ আজকের পত্রিকার কাছে সংরক্ষিত আছে। পুতুল চন্দ্র রায় কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত। 

আজ মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী সাংবাদিকের নাম শাফাত রহমান। তিনি বাংলাদেশ টাইমসের মোবাইল জার্নালিস্ট হিসেবে কর্মরত। 

ভুক্তভোগী সাংবাদিক শাফাত রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ছাত্রলীগের শোভাযাত্রা মধুর ক্যানটিন থেকে টিএসসি পৌঁছালে সেখানে বেশ কয়েকজন ছাত্রলীগ কর্মী সংঘর্ষে লিপ্ত হন। আমি সে ঘটনার ভিডিও করতে গেলে পুতুল চন্দ্র রায় আমাকে মারতে উদ্ধত হন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। পরে তাঁর সঙ্গে থাকা কয়েকজন আমাকে সরিয়ে নিতে চাইলে তিনি তখনো ‘ও আমারে কী করবে’ বলে হুমকি দিতে থাকেন। 

ভিডিওতে দেখা যায়—পুতুল চন্দ্র রায় মারতে উদ্ধত হলে একপর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহসভাপতি তৌহিদুল ইসলাম চৌধুরী জহির শাফাত রহমানকে এক পাশে নিয়ে এসে মিটমাটের চেষ্টা করেন।
 
ভিডিওতে দেখা যায়, ছাত্রলীগের সহসভাপতি জহিরকে বলতে শোনা যায়—‘আচ্ছা, বাদ দেন, ভাই। ভুল করে ফেলেছে’ তখনো পেছন থেকে পুতুল চন্দ্র রায় গালাগাল করতে থাকেন। শাফাত রহমান বলেন, ‘আপনি এভাবে বিহেভ করছেন কেন?’ এ সময় পুতুল বলে, ‘ও আমারে কী করবে?’ 

এই বিষয়ে জানতে ফোন করা হলে পুতুল চন্দ্র রায় বলেন, ‘আপনার যা ইচ্ছা লিখে দেন। যা মন চায় করেন। আমার কিছু বলার নেই। আপনাদের কাছে ভিডিও আছে, ডকুমেন্টস আছে সেগুলো দেখে লেখেন।’ 

এই বিষয়ে জানতে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ফোন করা হলেও তারা ফোন রিসিভ করেননি। 

উল্লেখ্য, গত বছর (২০২১) মার্চ মাসে আইন বিভাগের সামনে প্রস্রাব করায় বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের কয়েকজন কর্মীর হাতে মারধরের শিকার হন এই কেন্দ্রীয় নেতা।

উত্তরায় মাইক্রোবাসে এসে প্রাডো গাড়িসহ এক ব্যক্তিকে অপহরণ, নিরাপত্তাকর্মীর অস্ত্র লুট

সাংবাদিকতার স্বাধীনতা ও নিরাপত্তায় ঐক্যের ডাক

আরিচা ঘাটে অসুস্থ হয়ে যুগ্ম সচিবের মৃত্যু

উত্তরায় আগুনে ৬ জনের মৃত্যু: ফায়ার সার্ভিসের তদন্ত কমিটি গঠন

উত্তরায় অগ্নিকাণ্ডে ছয়জন নিহতের ঘটনায় পুলিশের জিডি

গুলশান দুই দিনব্যাপী ফুল উৎসব অনুষ্ঠিত

রাজধানীতে এক দিনে ৪ নারীর মরদেহ উদ্ধার

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গত ২৪ ঘণ্টায় রাজধানীতে গ্রেপ্তার ২৮

ঢাকা-৭ আসন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় ভোটার

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন