হোম > সারা দেশ > ঢাকা

শিশু মন্ত্রণালয়ে শিশুদের প্রবেশ নিশ্চিত করবে সরকার: তৌফিক-ই-ইলাহী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রথম আন্তর্জাতিক নেটওয়ার্ক চাইল্ড মেসেজ বাংলা বিভাগের জনপ্রিয় আয়োজন ‘শোনো আমাদের কথায়’ যুক্ত হয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী। আজ শুক্রবার রাত ৮টায় ভার্চুয়াল এই আয়োজনে যুক্ত হন তিনি। বিশেষ অতিথি ছিলেন কাতারভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা আল-জাজিরা নেটওয়ার্ক বাংলাদেশের অনলাইনের প্রধান ফয়সাল মাহমুদ। আয়োজনে শিশুরা অতিথিদের কাছে বিভিন্ন প্রশ্ন করে। 

প্রধানমন্ত্রী উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর কাছে এক শিশু জানতে চায়, ৯ কোটি বই যেগুলো ছাপা হয়নি বলে পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে, তা কবে নাগাদ হাতে পাওয়া যাবে? জবাবে তৌফিক-ই-ইলাহী বলেন, ‘প্রাথমিক শিক্ষা ও শিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে কাজ করছে। অল্প সময়ের মধ্যেই পাওয়া যাবে।’ 

আরেক শিশু জানতে চায়, কখনো শিশুবিষয়ক উপদেষ্টা হলে আপনি কী কী কাজ করবেন? জবাবে হেসে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা বলেন, ‘শিশুদের সমস্যা শুনতাম জেলাভিত্তিক।’

আয়োজন সূত্র নিশ্চিত করে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীর কাছে শিশু মন্ত্রণালয়ে সাপ্তাহিক বা মাসে একবার প্রবেশ করতে সুযোগ দেওয়া উচিত বলে প্রস্তাব করেছেন চাইল্ড মেসেজ নির্বাহী পরিচালক আরিফ। বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, ‘অচিরেই সরকার এটি চালু করবে এবং প্রধানমন্ত্রী কাছে এটি প্রস্তাব রাখা হবে।’

আরেক শিশু কাতারভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা আল-জাজিরা নেটওয়ার্ক বাংলাদেশের অনলাইন প্রধান ফয়সাল মাহমুদের কাছে জলবায়ু পরিবর্তনে সমস্যা মোকাবিলায় বাংলাদেশের পাওনা অর্থ যেন বিশ্বনেতারা দেয়, এ বিষয়ে সংবাদ প্রচারের দাবি জানায়। জবাবে ফয়সাল মাহমুদ বলেন, দোহায় বিষয়টি প্রস্তাব করবেন তিনি। দেশের উত্তরবঙ্গে মেয়েশিশুদের প্যাড সমস্যাটি দ্রুত সময়ের মধ্যে তিনি আল-জাজিরায় তুলে ধরবেন বলে জানান।

আয়োজনে বাংলাভিশনের কেফায়েত শাকিলকে শিশু নেয়ামুলকে খুঁজে পেতে সহায়তা করায় চাইল্ড মেসেজ বাংলা বিভাগ সম্মান জানায়। তাঁকে ধন্যবাদ জানায় শিশুসহ অংশ নেওয়া প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা।

চাইল্ড মেসেজের নির্বাহী পরিচালক আরিফ রহমান শিবলী বলেন, ‘এইভাবে সাহসের সঙ্গে কাজ করে যেতে চাই আমরা।’

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯