হোম > সারা দেশ > ঢাকা

রিমান্ড শেষে সাবেক সচিব শাহ কামাল ও তাঁর সহযোগী নুসরাত কারাগারে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাসা থেকে নগদ ৩ কোটির বেশি টাকা এবং ১০ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধারের মামলায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শাহ কামাল ও তাঁর সহযোগী মো. নুসরাত হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

বিকেলে ৫ দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করে মোহাম্মদপুর থানা-পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মোহাম্মদ রেজাউল প্রত্যেককে কারাগারে আটক রাখার আবেদন করেন। 

অন্যদিকে শাহ কামালের পক্ষে তাঁর আইনজীবী শাহ কামালকে কারাগারে প্রথম শ্রেণির বন্দীর মর্যাদা দেওয়ার আবেদন জানান। শুনানি শেষে আদালত দুইজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অন্যদিকে প্রথম শ্রেণির মর্যাদা দেওয়ার আবেদন, কারা বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। 

আদালতের মোহাম্মদপুর থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই হেলাল উদ্দিন বিষয়গুলো নিশ্চিত করেন। 

গত ১৮ আগস্ট এই দুইজনকে পাঁচদিনের রিমান্ডে নেওয়া হয়। ১৬ আগস্ট দিনগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে বাংলাদেশি মোট ৩ কোটি ১ লাখ ১০ হাজার ১৬৬ টাকা। ১০০ টাকা মূল্যের ৭৪৪টি প্রাইজ বন্ডের ৭৪ হাজার ৪০০ টাকা। ৩ হাজার মার্কিন ডলার, ১ হাজার ৩২০ মালয়েশিয়ান রিঙ্গিত, ২ হাজার ৯৬৯ সৌদি রিয়াল, ৪ হাজার ১২২ সিঙ্গাপুরিয়ান ডলার, ১ হাজার ৯১৫ অস্ট্রেলিয়ান ডলার, ৩৫ হাজার কোরিয়ান মুদ্রা ও ১৯৯ চীনা ইউয়ান মুদ্রা উদ্ধার করা হয়। 

এ ঘটনায় মোহাম্মদপুর থানার এসআই সহিদুল ওসমান মাসুম বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে শাহ কামাল এবং তার সহযোগীকে ১৭ আগস্ট সন্ধ্যায় মহাখালী ডিওএইচএস এর একটি বাসা থেকে আটক করা হয়। বাসাটি সহযোগী নুসরাত হোসেনের।

জাবিতে শেখ পরিবারের নামে থাকা ৪ হলের নাম পরিবর্তন

সাবেক এমপি শাজাহান খানের মেয়ে ও নুরুন্নবী চৌধুরীর স্ত্রীর নামে দুদকের মামলা অনুমোদন

ধর্ষণের মামলায় গণ বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র রিমান্ডে

নির্বাচনের আগে ডিএমপির ৫০ থানায় নতুন ওসি

যন্ত্রপাতি ও অর্থ আত্মসাতের অভিযোগে অনন্ত নিটওয়্যারের এমডিসহ চারজনের বিরুদ্ধে ঠিকাদারের মামলা

বাম দলের যমুনা যাত্রা কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা, আহত ২০

দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও করে ব্ল্যাকমেল: গণ বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী গ্রেপ্তার

দেশজুড়ে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দ্বিতীয় দিনের অর্ধদিবস কর্মবিরতি

কর্মচারীদের আন্দোলনে যাওয়া রাষ্ট্রের ব্যর্থতা: রাজেকুজ্জামান রতন

পরকীয়ার সন্দেহ, ডেমরায় স্ত্রী ও শাশুড়িকে যুবকের ছুরিকাঘাত