হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বিএনপি নেতার বিদ্যুৎ বিল বকেয়া, লাইন বিচ্ছিন্ন করায় মারধর

ফরিদপুর প্রতিনিধি

আহত পার্থ বাগচি। ছবি: সংগৃহীত

ফরিদপুরে ৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় এক বিএনপি নেতার বাসার বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করায় লাইনম্যানকে মারধরের ঘটনা ঘটেছে। আহত লাইনম্যান হলেন পার্থ বাগচি (২৮)। আজ মঙ্গলবার বিকেলে ঘটনাটি নিশ্চিত করেছেন ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার এস এম নাসিরউদ্দিন।

জানা যায়, গতকাল সোমবার দুপুরে পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী উপজেলা জোনাল অফিসে দলবল নিয়ে প্রবেশ করে হামলা চালায় আজিজুল হক নামের এক ব্যক্তি। তিনি বোয়ালমারী পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কমিশনার (সদ্য বাতিলকৃত) ছিলেন। তবে বিষয়টি ওই অফিসের দায়িত্বরত কর্মকর্তার যোগসাজশে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি কার্যালয় সূত্রে জানা যায়, আজিজুল হকের ৯ মাসের ৩৬ হাজার ৮৮২ টাকার বিদ্যুৎ বিল বাকি। নির্ধারিত সময়ে বিল পরিশোধ না করায় গতকাল দুপুরে সংযোগ বিচ্ছিন্ন করেন লাইনম্যান পার্থ বাগচি। এমন খবর পেয়ে জোনাল অফিসে গিয়ে ওই লাইনম্যানকে মারধর করা হয়। তখন লাইনম্যানকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির কর্মী আল আমিন হোসাইন জানান, ‘উনার বিদ্যুৎ বিল বকেয়া ৩৬ হাজার ৮৮২ টাকা। অনেকবার বলার পরও তিনি বিল পরিশোধ করেন নাই। ডিজিএম স্যারের নির্দেশে লাইন কেটে অফিসে আসলে ছয়জন (কমিশনারসহ) এসে অফিসের দ্বিতীয় তলায় দাদাকে মারধর করেন।’

এ বিষয়ে জানতে চাইলে আজিজুল হক দাবি করেন, চলতি মাসের বিল বাড়তি আসায় মোবাইলে তিনি বিষয়টি জানতে চান। এ নিয়ে তর্কবিতর্ক হয়। এরপরেই তাঁর লাইন কেটে দেওয়া হয়। তিনি আরও বলেন, ‘আমি বছরে দুবার বিল দিয়ে থাকি। এটা তো তারাও জানে।’ তবে মারধর করার বিষয়টি তিনি স্বীকার করে বলেন, ‘আমার পোলাপান গিয়ে চড়-থাপ্পড় দিয়েছিল। তখন চাবির আঘাতে ওই লোকের মাথা কেটে যায়।’

এ বিষয়ে জানতে চাইলে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন এবং এড়িয়ে যান দায়িত্বরত জোনাল ম্যানেজার সাইদুর রহমান। তিনি বলেন, ‘এটা মীমাংসা হয়ে গেছে, কোনো কথা বলতে চাই না।’

ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার (জিএম) এস এম নাসিরউদ্দিন বলেন, ‘৯ মাসের বিদ্যুৎ বিল বকেয়া থাকায় লাইন কেটে দেওয়া হলে আমার কর্মীকে অফিসে ঢুকে মারধর করেছেন। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা নিতে থানায় অভিযোগ দিয়েছি।’

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাটি নিয়ে থানায় কেউ অভিযোগ দেয়নি। শুনেছি, নিজেরা মীমাংসা করেছে।’

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি