হোম > সারা দেশ > মাদারীপুর

রাজৈরে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলচালক নিহত

মাদারীপুর প্রতিনিধি

রাজৈরে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলচালক নিহত। ছবি: সংগৃহীত

মাদারীপুরের রাজৈরে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলচালক বোরহান উদ্দিন মুফতি (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বদরপাশার কাঁঠালিয়া ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বোরহান উদ্দিন মুফতি উপজেলার বদরপাশা ইউনিয়নের পূর্ব দারাদিয়া এলাকার শাহা মুফতির ছেলে। আহত রাব্বি মুফতি (২২) একই এলাকার মতিয়ার মুফতির ছেলে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ খান আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বেপরোয়াভাবে মোটরসাইকেল চালানোয় এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্তের জন্য লাশ মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি আরও বলেন, রাতে রাজৈর থানার মোড় থেকে মোটরসাইকেলে চালিয়ে নিজ বাড়ি একই উপজেলার পূর্ব দারাদিয়ায় ফিরছিলেন কাঠমিস্ত্রি বোরহান মুফতি ও রাব্বি। বদরপাশার কাঁঠালিয়া ব্রিজ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা খায়। তাতে ঘটনাস্থলেই চালক বোরহানের মৃত্যু হয়। গুরুতর আহত হন অপর আরোহী রাব্বি। স্থানীয়রা রাব্বিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থার অবনতি হলে রাতেই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বনানীতে কর্কশিট ও হার্ডবোর্ডের গোডাউনে আগুন

বিপিসি চেয়ারম্যান ওএসডি, আলোচনায় জ্বালানি খাতে দুর্নীতি

রাজধানীর উত্তরায় বাসে আগুন

সাভারে গ্রেপ্তার ২৩ পোশাকশ্রমিককে কারাগারে প্রেরণ

হাদি হত্যা: অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল ফের পিছিয়ে ৩ ফেব্রুয়ারি

সাভারে পোশাক কারখানায় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার ২৩

এনবিআরের তারেকের দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ ক্রোক ও ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীর কদমতলীতে গৃহবধূর মরদেহ উদ্ধার, পরিবারের অভিযোগ হত্যার

পল্লবীতে মুদিদোকানিকে গুলি, খিলক্ষেতে নির্মাণশ্রমিককে ছুরিকাঘাত

উত্তরায় ফার্নিচার মার্কেটে আগুন, ৬ দোকান পুড়ে ছাই