হোম > সারা দেশ > ঢাকা

সিরাজদিখানে স্ত্রী হত্যার অভিযোগে প্রবাসী যুবক আটক

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সিগঞ্জের সিরাজদিখানে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ এক প্রবাসী যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের নতুনচর গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত নারীর নাম সাদিয়া আক্তার (২৬)। তিনি উপজেলার লতব্দি ইউনিয়নের পাথরঘাটা গ্রামের রানা মিয়ার মেয়ে এবং বাসাইল ইউনিয়নের নতুনচর গ্রামের কুয়েত প্রবাসী মো. মিজানের স্ত্রী। 

আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘মিজান প্রায় দুই মাস আগে কুয়েত থেকে ছুটিতে বাড়িতে এসেছেন। স্বামী-স্ত্রী দুজনের মধ্যেই বনিবনা ছিল না। পারিবারিক কলহের কারণে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে জানতে পেরেছি।’ 

তিনি আরও বলেন, ‘মিজানকে রাতেই আমরা আটক করেছি। মামলার প্রক্রিয়া চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানান, ১০ বছর আগে সাদিয়া ও মিজানের পারিবারিকভাবে বিয়ে হয়। তাঁদের সংসারে রিয়াদ হোসেন (৯) নামে এক ছেলে ও ফাইজা (৩) নামের এক মেয়ে রয়েছে। বিয়ের কয়েক বছর পর মিজান কাজের জন্য কুয়েতে চলে যান। এর মধ্যে বেশ কয়েকবার ছুটিতে আসেন। বিদেশ যাওয়ার পর থেকে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ চলছিল। দুই মাস আগে মিজান দেশে আসেন। তাঁদের মধ্যে কলহ আরও বেড়ে যায়। 

রোববার রাত সাড়ে ১১টার দিকে তাঁদের মধ্যে আবার ঝগড়া হয়। এ সময় স্ত্রীকে মারধর করেন মিজান। একপর্যায়ে স্ত্রীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। এলাকাবাসী পুলিশকে খবর দিলে রাতেই মিজানকে নিজ বাড়ি থেকে আটক করে।

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু