হোম > সারা দেশ > ফরিদপুর

ফরিদপুরে বিএনপির ১২ নেতাকে বহিষ্কার

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে বিএনপির ১২ জন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় ভাবমূর্তি ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আজ রোববার সন্ধ্যা ৬টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

বহিষ্কৃত নেতাদের মধ্যে আলফাডাঙ্গা উপজেলায় রয়েছে চার জন। তারা হলেন আলফাডাঙ্গা পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম দাউদ ও মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবু সালেহ মুসা। 

বোয়ালমারী উপজেলায় সাতজনকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক এসএম বাদশা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধার সম্পাদক কামরুজ্জামান হাছান, উপজেলা বিএনপির সদস্য স্বপন ব্রহ্ম, জিয়া পরিষদের সভাপতি জাফর মাস্টার, উপজেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক গোলাম কুদ্দুছ মোল্যা, বৈদেশিক বিষয়ক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, সদস্য আতিয়ার রহমান। এ ছাড়া মধুখালী পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমানকে বহিষ্কার করা হয়। 

বহিষ্কৃতরা সকলে ফরিদপুর-১ আসনের বাসিন্দা। ওই আসনটিতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন বিএনপির নির্বাহী কমিটির সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা শাহ মো. আবু জাফর। 

তিনি বিএনপি থেকে পদত্যাগ করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনে (বিএনএম) যোগ দেন। পরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পান এবং ফরিদপুর-১ আসন থেকে দলীয় মনোনয়নে (নোঙর প্রতীক) নির্বাচনে অংশগ্রহণ করেছেন। 

জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা বলেন, ‘ফরিদপুর-১ সংসদীয় আসনে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। তবে, কোন প্রার্থীর পক্ষে নেমেছেন সে বিষয়ে তিনি জানাতে অপারগতা প্রকাশ করেন।’ 

তিনি আরও বলেন, ‘দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অপরাধে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি দলের কেন্দ্রীয় কমিটিকে অবহিত করা হয়েছে।’

দুই বছরের আগে ভাড়া বাড়ানো যাবে না—বাড়িওয়ালাদের ডিএনসিসির নির্দেশ

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের