হোম > সারা দেশ > ঢাকা

অস্থিরতায় দেশ থেকে অভিবাসন কমেছে ৩০ শতাংশ: রামরু

আজকের পত্রিকা ডেস্ক­

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী। ছবি: আজকের পত্রিকা

২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে ৯ লাখ ৬ হাজার ৩৫৫ জন কর্মী বিদেশে গেছেন, যা ২০২৩ সালের তুলনায় প্রায় ৩০ দশমিক ৮০ শতাংশ কম ।

আজ শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘আন্তর্জাতিক শ্রম অভিবাসনের গতি-প্রকৃতি ২০২৪ অর্জন এবং চ্যালেঞ্জ’ শীর্ষক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনের আয়োজন করে অভিবাসন খাতের বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট (রামরু)।

সংবাদ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী। তিনি জানান, গণ-অভ্যুত্থান এবং অর্থনৈতিক অস্থিরতার কারণে অভিবাসনের গতি সাময়িকভাবে ব্যাহত হয়েছিল, তবে শেষ কয়েক মাসে তা পুনরায় গতি লাভ করেছে। সৌদি আরব, মালয়েশিয়া এবং কাতারকে অভিবাসনের প্রধান গন্তব্য হিসেবে উল্লেখ করা হয়।

নারী শ্রমিকদের বিষয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, ২০২৪ সালে নারী অভিবাসী সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। রেমিট্যান্স প্রবাহেও বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। ২০২৪ সালে রেমিট্যান্সের মোট পরিমাণ ২৬.৪ বিলিয়ন মার্কিন ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। যা গত বছরের তুলনায় ৩২ দশমিক ৫৪ শতাংশ বেড়েছে।

সংবাদ সম্মেলনে আলোচকেরা অভিবাসন খাতে নীতি সংস্কার এবং দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন। বিশেষ করে, নারীদের জন্য নিরাপদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, ট্রেনিং সেন্টারগুলোর কার্যকারিতা বৃদ্ধি এবং রিক্রুটিং প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সুশাসন প্রতিষ্ঠায় সুপারিশ উত্থাপন করা হয়, যার মধ্যে রয়েছে অভিবাসন বিষয়ক পৃথক কমিশন গঠন, বাজেট বরাদ্দ বৃদ্ধি এবং আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতি প্রণয়ন ইত্যাদি।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন রামরুর পরিচালক মেরিনা সুলতানা, সিনিয়র অফিসার মো. পারভেজ আলম প্রমুখ।

ডেমরায় ডিবি পরিচয়ে অপহরণচেষ্টাকালে আটক ৩

কেরানীগঞ্জে মাদ্রাসা ভবনে বিস্ফোরণ, শিশুসহ আহত ৪

হাদি হত্যা মামলা: ফয়সালকে পালাতে সহযোগিতার অভিযোগে গ্রেপ্তার দুজন কারাগারে

গুলিস্তানের ভবনটিতে ফায়ার হাইড্রেন্ট না থাকায় আগুন নিয়ন্ত্রণে দেড় ঘণ্টা লাগে: ফায়ার সার্ভিস

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

দীপু দাসের হত্যাকারীদের শাস্তি না দিলে ভোট বর্জনের হুঁশিয়ারি হিন্দু মহাজোটের

৩০০ ফুট থেকে ১৪৮ টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

দেড় ঘণ্টার চেষ্টায় গুলিস্তানে বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৯টি ইউনিট

হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগ অবরোধ