হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

ইউপি সদস্যের বিরুদ্ধে সাবেক ছাত্রলীগ নেতাকে গুলি করার অভিযোগ 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক ছাত্রলীগ নেতার ওপর গুলি চালিয়েছে প্রতিপক্ষরা। তাঁর নাম কামরুল হাসান তুষার (২৮)। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

আহত তুষার একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক। তাঁর ওপর ছোড়া গুলিটি পায়ে লাগায় প্রাণে বেঁচে গেছেন তিনি। এই ঘটনায় আজ শনিবার বিকেলে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন। 

মামলায় আসামি করা হয়েছে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল প্রধানকে। অভিযুক্ত সোহেল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ঘটনার পর থেকে পলাতক তিনি। 

কামরুল হাসান তুষার বলেন, ‘মাদক বিক্রিতে বাধা দেওয়ায় তাঁর সঙ্গে বিরোধ ছিল। গতকাল বিকেলে আমি ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ে ছিলাম। হঠাৎ সোহেল মোটরসাইকেল নিয়ে উপস্থিত হয়। আমি পালানোর চেষ্টা করলে সোহেল ও তাঁর লোকজন বেশ কয়েকটি গুলি ছোড়ে। এ সময় একটি গুলি আমার পায়ে লাগে। এরপরেই সে পালিয়ে যায়। মূলত আমাকে হত্যা করতে এসেছিল সে। ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা উদ্ধার করে পুলিশকে দিয়েছি।’ 

এ বিষয়ে জানতে সোহেল প্রধানকে একাধিকবার মোবাইলে ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়। 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘আহত ব্যক্তি থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান চলছে।’ 

এর আগে, গত ২ অক্টোবর একই এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠে সোহেল ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ না কাটতেই ফের গোলাগুলির ঘটনা ঘটল এই এলাকায়।

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

সরে গেছেন ব্যাটারিচালিত অটোরিকশাচালকেরা, বাড্ডায় যান চলাচল শুরু

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

মানবতাবিরোধী অপরাধে শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল