নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাবেক ছাত্রলীগ নেতার ওপর গুলি চালিয়েছে প্রতিপক্ষরা। তাঁর নাম কামরুল হাসান তুষার (২৮)। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বালিয়াপাড়া বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
আহত তুষার একই ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক। তাঁর ওপর ছোড়া গুলিটি পায়ে লাগায় প্রাণে বেঁচে গেছেন তিনি। এই ঘটনায় আজ শনিবার বিকেলে আড়াইহাজার থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় আসামি করা হয়েছে ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেল প্রধানকে। অভিযুক্ত সোহেল পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ঘটনার পর থেকে পলাতক তিনি।
এ বিষয়ে জানতে সোহেল প্রধানকে একাধিকবার মোবাইলে ফোনে কল দেওয়া হলে বন্ধ পাওয়া যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান উল্লাহ বলেন, ‘আহত ব্যক্তি থানায় মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের ধরতে আমাদের অভিযান চলছে।’
এর আগে, গত ২ অক্টোবর একই এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠে সোহেল ও তাঁর অনুসারীদের বিরুদ্ধে। সেই ঘটনার রেশ না কাটতেই ফের গোলাগুলির ঘটনা ঘটল এই এলাকায়।