হোম > সারা দেশ > ফরিদপুর

পেঁয়াজের দাম কমানো সম্ভব হচ্ছে না: বাণিজ্যসচিব

ফরিদপুর প্রতিনিধি

ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসার আগে পেঁয়াজের দাম কমানো সম্ভব না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। 

তিনি বলেন, ‘পেঁয়াজের দাম এখন বাংলাদেশে যেমন বেশি, ভারত ও মিয়ানমারেও দাম বেশি। যে কারণে দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে, ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ যখন বাজারে চলে আসলে পেঁয়াজের দাম কমে আসবে।’ 

আজ শনিবার বেলা ১১টার সময় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

ডিম, আলুর দাম কমতে শুরু করেছে উল্লেখ করে সচিব বলেন, ‘সাধারণত দেশে আলু ও ডিম আমদানি করা হয় না। আমাদের শুধু পেঁয়াজ আমদানি করতে হয়। এখন আলু ও ডিমের ঘাটতি দেখা দেওয়ার কারণে ডিম ও আলুর আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর আমদানি শুরু হওয়ার পর থেকে কিন্তু বাজারে দামও কমতে শুরু করেছে।’ 

পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রমুখ। 

এ সময় ৭৭ হাজার ৬০৫ জনের জন্য টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৪৭০ টাকার প্যাকেজে থাকছে দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন