হোম > সারা দেশ > ফরিদপুর

পেঁয়াজের দাম কমানো সম্ভব হচ্ছে না: বাণিজ্যসচিব

ফরিদপুর প্রতিনিধি

ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসার আগে পেঁয়াজের দাম কমানো সম্ভব না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। 

তিনি বলেন, ‘পেঁয়াজের দাম এখন বাংলাদেশে যেমন বেশি, ভারত ও মিয়ানমারেও দাম বেশি। যে কারণে দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে, ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ যখন বাজারে চলে আসলে পেঁয়াজের দাম কমে আসবে।’ 

আজ শনিবার বেলা ১১টার সময় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

ডিম, আলুর দাম কমতে শুরু করেছে উল্লেখ করে সচিব বলেন, ‘সাধারণত দেশে আলু ও ডিম আমদানি করা হয় না। আমাদের শুধু পেঁয়াজ আমদানি করতে হয়। এখন আলু ও ডিমের ঘাটতি দেখা দেওয়ার কারণে ডিম ও আলুর আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর আমদানি শুরু হওয়ার পর থেকে কিন্তু বাজারে দামও কমতে শুরু করেছে।’ 

পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রমুখ। 

এ সময় ৭৭ হাজার ৬০৫ জনের জন্য টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৪৭০ টাকার প্যাকেজে থাকছে দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল।

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলায় র‍্যাকের নিন্দা

হাদির জানাজা ঘিরে যান চলাচল নিয়ে ডিএমপির নির্দেশনা

তোপখানায় উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

হাদির মরদেহ জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে, রাখা হবে হিমঘরে

হাদির জানাজা আগামীকাল বেলা আড়াইটায়, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়

‎হাদি হত্যার বিচার দাবিতে জবি শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি

প্রথম আলোর কার্যালয়ের সামনে কর্মীদের মানববন্ধন

হাদির হত্যাকাণ্ডকে ‘ব্যবহার করে’ উচ্ছৃঙ্খলতার নিন্দা গণতান্ত্রিক সংস্কার জোটের

প্রথম আলো ও ডেইলি স্টারের ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন আইজিপির