হোম > সারা দেশ > ফরিদপুর

পেঁয়াজের দাম কমানো সম্ভব হচ্ছে না: বাণিজ্যসচিব

ফরিদপুর প্রতিনিধি

ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসার আগে পেঁয়াজের দাম কমানো সম্ভব না বলে জানিয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। 

তিনি বলেন, ‘পেঁয়াজের দাম এখন বাংলাদেশে যেমন বেশি, ভারত ও মিয়ানমারেও দাম বেশি। যে কারণে দাম কমানো সম্ভব হচ্ছে না। তবে, ডিসেম্বরে মুড়ি কাটা পেঁয়াজ যখন বাজারে চলে আসলে পেঁয়াজের দাম কমে আসবে।’ 

আজ শনিবার বেলা ১১টার সময় ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে টিসিবির পণ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

ডিম, আলুর দাম কমতে শুরু করেছে উল্লেখ করে সচিব বলেন, ‘সাধারণত দেশে আলু ও ডিম আমদানি করা হয় না। আমাদের শুধু পেঁয়াজ আমদানি করতে হয়। এখন আলু ও ডিমের ঘাটতি দেখা দেওয়ার কারণে ডিম ও আলুর আমদানি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আর আমদানি শুরু হওয়ার পর থেকে কিন্তু বাজারে দামও কমতে শুরু করেছে।’ 

পৌরসভার ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন—অতিরিক্ত জেলা প্রশাসক রামানন্দ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী, ফরিদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ প্রমুখ। 

এ সময় ৭৭ হাজার ৬০৫ জনের জন্য টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ৪৭০ টাকার প্যাকেজে থাকছে দুই লিটার তেল, দুই কেজি ডাল ও পাঁচ কেজি চাল।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার