হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবি, নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী পারাপারের সময় নৌকাডুবিতে নিখোঁজ হওয়া দশম শ্রেণির ছাত্র জোবায়ের হোসেনের লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার ভোলাবো এলাকা থেকে নিখোঁজের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত জোবায়ের হোসেন উপজেলার ভোলাবো ইউনিয়নের চারিতালুক এলাকার তপন হোসেনের ছেলে। সে স্থানীয় ভোলাবো শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে অধ্যয়নরত ছিল।

নিহতের স্বজনদের বরাত দিয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী আজকের পত্রিকাকে বলেন, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জোবায়ের হোসেন ও তার কয়েকজন বন্ধু একটি ছোট নৌকায় পারাপার হচ্ছিল। নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছালে পানি উঠে ডুবে যায়।

এ সময় সাঁতার কেটে তার বন্ধুরা নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জোবায়ের। এরপর থেকে সে নিখোঁজ ছিল। খবর পেয়ে শনিবার সকাল থেকে জুবায়েরের দেহ সন্ধানে তল্লাশি চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেলা ১০টায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট