হোম > সারা দেশ > রাজবাড়ী

গলায় বালুভর্তি কলস বেঁধে নদীতে ঝাঁপ দিলেন নারী

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আত্মহত্যার উদ্দেশ্যে গলায় বালুভর্তি কলসি বেঁধে গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। এরপর থেকে তিনি নিখোঁজ।

নিখোঁজ গৃহবধূ মনোয়ারা বেগম (৫৫) বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের গণি মণ্ডলের (মৃত) স্ত্রী। 

গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার দুপুর ১টার দিকে মনোয়ারা বাড়ি থেকে কলসি ও দড়ি নিয়ে বের হন। বাড়ির অদূরে গড়াই নদীর তীরে গিয়ে কলসিতে বালু ভর্তি করে রশি দিয়ে গলার সঙ্গে বেঁধে নেন। এরপর কলস নিয়ে নদীতে ঝাঁপ দেন তিনি। দূর থেকে এক পথচারী এ দৃশ্য দেখে চিৎকার করেন। স্থানীয়রা খবর দিলে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। তবে বিকেল পর্যন্ত মনোয়ারার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে ওই গৃহবধূ একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এ বিষয়ে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু জানান, ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্যে ওই গৃহবধূ নদীতে ঝাঁপ দিয়েছিলেন। 

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান মারা গেছেন

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে একজনের মৃত্যু

আজ সন্ধ্যা ৭টা থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ তিনজনের মৃত্যু

কেরানীগঞ্জের সেই মাদ্রাসার পাশে ফের বিস্ফোরণ, আহত ১

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট নামার র‍্যাম্প বন্ধ

খালেদা জিয়ার জানাজা ঘিরে যেসব সড়কে যান চলাচল বন্ধ ও ডাইভারশন

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ