হোম > সারা দেশ > রাজবাড়ী

গলায় বালুভর্তি কলস বেঁধে নদীতে ঝাঁপ দিলেন নারী

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে আত্মহত্যার উদ্দেশ্যে গলায় বালুভর্তি কলসি বেঁধে গড়াই নদীতে ঝাঁপ দিয়েছেন এক গৃহবধূ। এরপর থেকে তিনি নিখোঁজ।

নিখোঁজ গৃহবধূ মনোয়ারা বেগম (৫৫) বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের গণি মণ্ডলের (মৃত) স্ত্রী। 

গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রোববার দুপুর ১টার দিকে মনোয়ারা বাড়ি থেকে কলসি ও দড়ি নিয়ে বের হন। বাড়ির অদূরে গড়াই নদীর তীরে গিয়ে কলসিতে বালু ভর্তি করে রশি দিয়ে গলার সঙ্গে বেঁধে নেন। এরপর কলস নিয়ে নদীতে ঝাঁপ দেন তিনি। দূর থেকে এক পথচারী এ দৃশ্য দেখে চিৎকার করেন। স্থানীয়রা খবর দিলে বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা উদ্ধার তৎপরতা শুরু করে। তবে বিকেল পর্যন্ত মনোয়ারার কোনো সন্ধান পাওয়া যায়নি।

এর আগে ওই গৃহবধূ একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। 

এ বিষয়ে জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু জানান, ধারণা করা হচ্ছে আত্মহত্যার উদ্দেশ্যে ওই গৃহবধূ নদীতে ঝাঁপ দিয়েছিলেন। 

অবৈধ আয়কে ‘মায়ের দান’ উল্লেখ করেন সওজ প্রকৌশলী, দুদকের চার্জশিট

গুলিবিদ্ধ শিশু হুজাইফা নিউরোসায়েন্সেসে

সাবেক এমপি মমতাজের বাড়ি ও জমি ক্রোকের আদেশ

এলপিজি সিলিন্ডার তিন হাজার টাকা, পেট্রোবাংলা ঠুঁটো জগন্নাথ: রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবিতে অবরোধের ঘোষণা

ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশির মৃত্যু: মানব পাচার চক্রের দুই সদস্য গ্রেপ্তার

টেলিগ্রাম প্রতারণা চক্র: পাঁচ চীনা নাগরিকসহ গ্রেপ্তার ৮, সিম জব্দ ৫১ হাজার

‘রেস্তোরাঁ ব্যবসা করপোরেটদের দখলে নিতে কৃত্রিম গ্যাস-সংকট’

রাজধানীর জুরাইনে মধ্যরাতে সড়ক দুর্ঘটনায় দিনমজুরের মৃত্যু