হোম > সারা দেশ > মানিকগঞ্জ

সিঙ্গাইরে ছুরিকাঘাতে আহত বৃদ্ধের হাসপাতালে মৃত্যু

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

মানিকগঞ্জের সিঙ্গাইরে ছুরিকাঘাতে এক বৃদ্ধ নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বাবুল হোসেন নামের এক ব্যক্তি তাঁকে ছুরিকাঘাত করে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। গতকাল বুধবার নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন। 

নিহত জিন্নত আলী (৬৫) উপজেলার চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের মৃত জয়নাল মাদবরের ছেলে। 

এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় একই এলাকার মাদকাসক্ত বাবুল হোসেন তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ ঘটনায় গতকাল নিহতের ছেলে ইসমাইল বাদী হয়ে সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করেন। 

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, চান্দহর ইউনিয়নের বাঘুলি পশ্চিমপাড়া গ্রামের আজহারের সঙ্গে তার ছেলে বাবুল হোসেনের মধ্যে পারিবারিক কলহ চলছিল। স্থানীয় মুরুব্বী হিসেবে জিন্নত আলী মাসখানেক আগে বাবুল হোসেনকে বকা দেওয়াসহ শাসন করেন। এর জের ধরে মঙ্গলবার সন্ধ্যায় একটি মুদি দোকানের সামনে বাবুল হোসেন জিন্নত আলীকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গতকাল রাত আড়াইটার দিকে চিকিৎসাধীন অবস্থায় জিন্নত আলী মারা যান। 

নিহতের ভাই উজ্জত আলী মাতবর বলেন, ‘মাদকাসক্ত বাবুল হোসেন আমার ভাইকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে। আসামি বাবুল হোসেনকে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।’ 

শান্তিপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মামুনুর রশীদ বলেন, এ বিষয়ে নিহত জিন্নত আলী ছেলে বাদী হয়ে একটি মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

যশোর সাংবাদিক ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেলচালক নিহত, আরোহী আহত

বাপ্পী নামক কলাগাছকে সামনে এনে হাদি হত্যাকাণ্ডের মূল ঘটনাকে আড়াল করা হচ্ছে: জাবের

হাদি হত্যাসহ সারা দেশে টার্গেট কিলিংয়ের প্রতিবাদে জবিতে মানববন্ধন

রাজধানীতে গ্যাসের অতি স্বল্পচাপের যে ব্যাখ্যা দিল তিতাস

মির্জাপুরে ডাম্প ট্রাকচাপায় অজ্ঞাতনামা নারীর মৃত্যু

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে: মূল নকশার বাইরে চারটি র‍্যাম্প নির্মাণের ভাবনা

মোসাব্বির হত্যা: তদন্তে রাজনৈতিক দ্বন্দ্ব ও আধিপত্যে নজর

ফরিদপুরে জামায়াতের প্রার্থীকে শোকজ

প্রথম আলো কার্যালয়ে হামলা: ৮ আসামিকে রিমান্ডে নেওয়ার নির্দেশ