হোম > সারা দেশ > ফরিদপুর

নিখোঁজের পাঁচ দিন পর কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি

মো. নিরব। ছবি: সংগৃহীত

ফরিদপুরে পাঁচ দিন নিখোঁজ থাকার পর মো. নিরব (১৭) নামে এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (২৯ মে) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে শহরতলির বায়তুল আমান কোলপাড় এলাকার ফসলি খেত থেকে ওই কিশোরের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত নিরব ফরিদপুর পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের বিলমাহমুদপুর আকব্বর মোল্যা ডাঙ্গি গ্রামের রেজাউল শেখের বড় ছেলে। ইলেকট্রিক মিস্ত্রির সহকারী হিসেবে কাজ করত সে।

জানা যায়, ২৫ মে বেলা আড়াইটার দিকে বাড়ি থেকে বের হয় নিরব। রাতে বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করতে থাকেন। তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরদিন ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন নিরব শেখের বাবা রেজাউল শেখ।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে খেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরাও খবর পেয়ে সেখানে গিয়ে নিরব শেখের মরদেহ শনাক্ত করেন। পরে রাত সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিরবের বাবা রেজাউল শেখ বলেন, ‘কিছুদিন আগে নিরব ১৪ হাজার টাকা দিয়ে একটি মোবাইল কেনে। ওই মোবাইলের লোভেই তাকে নিয়ে হত্যা করা হয়েছে।’

এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে সকালে মুকুল মল্লিক (২৫) ও অভি (২০) নামে দুজনকে আটক করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক আশরাফ হোসেন জানিয়েছেন। তিনি বলেন, ‘ঘটনার দিনে মুকুলের রিকশায় করে নিরবকে ঘটনাস্থলে নিয়ে যাওয়ার প্রমাণ পাওয়া গেছে। আশা করছি, ৭২ ঘণ্টার মধ্যেই আমরা নিরবের মোবাইল ফোন উদ্ধারসহ জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হব।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, এ ঘটনায় দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ ছাড়া আইনগত পদক্ষেপ গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

শহীদ জিয়ার কবরের পূর্ব পাশে খোঁড়া হচ্ছে নতুন কবর

খালেদা জিয়ার জানাজা: যেসব পথে নিয়ন্ত্রিত থাকবে যান চলাচল

রাষ্ট্রীয় শোক: ঢাকায় ৩ দিন আতশবাজি, পটকা ফোটানো নিষিদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে বাড়ানো হলো মেট্রোরেলের ট্রিপ

হাদি হত্যা মামলা: সিবিউন-সঞ্জয়ের তৃতীয় দফায় রিমান্ড, ফয়সাল নামে আরও একজন রিমান্ডে

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামের কালো ব্যাজ ধারণ

রাজধানীর রামপুরায় অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

গয়েশ্বর চন্দ্রের আসনে বিএনপির বিদ্রোহী তিন বড় নেতাসহ ১৬ প্রার্থী, শক্ত লড়াইয়ের আভাস

খালেদা জিয়ার মৃত্যুর খবর শুনে এভারকেয়ারের সামনে ভিড়, পুলিশের ব্যারিকেড

হারিয়ে যাওয়া কনাই নদ উদ্ধার উদ্‌যাপন