হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

রূপগঞ্জের পোশাকশ্রমিক নেতা সেলিম কারাগারে

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সেলিম মাহমুদ। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনায় করা মামলায় শ্রমিক নেতা সেলিম মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।

সেলিম মাহমুদ বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহযোগী সংগঠন গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ৯ এপ্রিল রূপগঞ্জের রবিনটেক্স কারখানার পোশাকশ্রমিকদের সঙ্গে যৌথ বাহিনীর সংঘর্ষ হয়। এতে আহত হয় অন্তত ৪০ জন।

এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ পৃথক দুইটি মামলা করে। সেখানে ৬৬ জনকে নামীয় ও অজ্ঞাতনামা ৩০০ জনকে আসামি করা হয়। উভয় মামলায় সেলিম মাহমুদকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ বিকেলে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, মামলার তদন্তে সেলিম মাহমুদের জড়িত থাকার বিষয়টি উঠে আসায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে আজ (বুধবার) বিকেলে সেলিম মাহমুদসহ কারখানার শ্রমিকদের মুক্তির দাবিতে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল করেছে বাসদের নেতা-কর্মীরা।

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯

৯ ঘণ্টা পর প্রক্টর অফিস থেকে ছাড়া পেলেন চবির সেই শিক্ষক

এলপিজির সংকট কাটছে না শিগগির