হোম > সারা দেশ > ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছিনতাইয়ের চেষ্টা, গুলি

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের সামনের সড়কে মোটরসাইকেল আরোহী এক ব্যক্তির ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা। প্রাথমিক চেষ্টা ব্যাহত হলে তারা ওই ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালিয়েছে বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। 

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। একই সঙ্গে তাঁরা নিজেদের নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। 

প্রত্যক্ষদর্শী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইলিয়াস আহমেদ জানান, বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের সামনের সড়ক দিয়ে এক ব্যক্তি ভাড়ায় নেওয়া মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এমন সময় পেছন থেকে দুই মোটরসাইকেলে চারজন এসে তাঁর পিঠে থাকা ব্যাগ টান দিলে তিনি রাস্তায় পড়ে যান। পরে রাস্তা থেকে উঠে বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের গেটের দিকে দৌড়ে গেলে তাঁকে লক্ষ্য করে দুটি গুলি ছোড়া হয়। এতে কেউ হতাহত হয়নি। ভুক্তভোগী ওই ব্যক্তি ইসলামী ব্যাংকের কর্মকর্তা। তাঁর ব্যাগে টাকা ছিল। 

ভুক্তভোগীর আর কোনো পরিচয় পাওয়া যায়নি। মোকাররম ভবনের গেটের প্রহরী মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ‘তখন আমার ডিউটি ছিল না। আমি দুপুরে যখন এলাম তখন বিষয়টি শুনেছি। পুলিশ ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা এসে পরিদর্শন করেছেন। এ ছাড়া আমি আর কিছু জানি না।’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। স্থানটি পরিদর্শন করেছি। পুলিশ বিষয়টি দেখবে, আমরা পুলিশকে জানিয়েছি।’ 

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, ‘উবার/পাঠাও রাইডের পেছনে থাকা এক ব্যক্তির হাতে থাকা ব্যাগ লক্ষ্য করে মোটরসাইকেল নিয়ে ফলো করে আসছিল ছিনতাইকারীরা। ব্যাগটা টান দিতেই ওই ব্যক্তি পড়ে যান। তখন ছিনতাইকারীরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে। তবে এ গুলিতে কেউ আহত হয়নি। ঘটনাস্থলে আমরা ছিলাম না। তাই ভুক্তভোগীর কোনো পরিচয় এখনো জানতে পারিনি। ভুক্তভোগীর পক্ষ থেকে আমাদের কাছে কোনো ধরনের অভিযোগ আসেনি। বিষয়টি ডিবি পুলিশ গুরুত্ব সহকারে দেখছে। বর্তমানে বিষয়টি তদন্তাধীন।’

হাদি হত্যাকাণ্ড: ফয়সালকে পালাতে সহায়তার অভিযোগে গ্রেপ্তার রাজুর স্বীকারোক্তি

সুপারিশের তিন মাস পেরোলেও যোগদান হয়নি ৩৫০০ চিকিৎসকের

শাহবাগে আবারও ইনকিলাব মঞ্চের অবরোধ

হাজারীবাগে ‘ককটেল’ বিস্ফোরণ, পুলিশ বলছে পটকা

কারওয়ান বাজারে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের লাঠিমিছিল, পাল্টাপাল্টি ধাওয়া

মাকে দেখতে মাঝরাতে হাসপাতালে তারেক রহমান

ভারতীয়দের ওয়ার্ক পারমিট বাতিলসহ ৪ দফা দাবি ঘোষণা করল ইনকিলাব মঞ্চ

পাকস্থলীতে হাজারখানেক ইয়াবাসহ বিমানযাত্রী গ্রেপ্তার

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের সহযোগী কবির রিমান্ড শেষে কারাগারে

কেরানীগঞ্জে মাদ্রাসায় বিস্ফোরণ: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় রিমান্ডে ৬