হোম > সারা দেশ > নারায়ণগঞ্জ

আন্দোলনকারীদের দখলে নারায়ণগঞ্জের সড়ক-মহাসড়ক 

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগের সমর্থনে শহর ও মহাসড়কে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। আজ রোববার সকাল থেকেই সড়কের বিভিন্ন পয়েন্টে অবরোধ করেন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল ৭টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড এলাকায় সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধ করা হয় মহাসড়কের সাইনবোর্ড ও মদনপুর এলাকা।

সকাল ১০টায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের জালকুড়ি, শিবু মার্কেট, সস্তাপুর এলাকায় অবস্থান নিয়ে অবরোধ করেন গার্মেন্টস শ্রমিক ও স্থানীয়রা। সাড়ে ১০টা নাগাদ আন্দোলনকারীরা জেলা পরিষদ কার্যালয় ভাঙচুর করেন।  

বেলা ১১টায় চাষাঢ়ায় অবস্থান নেন শিক্ষার্থীরা। এরপর একে একে বিভিন্ন এলাকা থেকে শ্রমিক, সাধারণ মানুষ ও বিএনপির নেতা-কর্মীরাও তাঁদের সঙ্গে যুক্ত হন। এ সময় একদল জনতা চাষাঢ়া পুলিশ বক্স ও রাইফেলস ক্লাব ভাঙচুর করেন। আগুন দেওয়া হয় সড়কে।

আন্দোলনকারীদের সবার হাতেই ছিল লাঠিসোঁটা। বিভিন্ন স্লোগান দিয়ে উত্তপ্ত করে রাখেন পুরো জমায়েতস্থল।

এদিকে গতকাল আন্দোলনকারীদের প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। তবে রোববার সকাল থেকে নারায়ণগঞ্জে তাঁদের প্রকাশ্যে দেখা যায়নি। দেখা মেলেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট