মাদারীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সিনিয়র আইনজীবী এমদাদুল হক খান সভাপতি ও গোলাম কিবরিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার রাত ৯টার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়।
জানা যায়, নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি পদে অ্যাডভোকেট সৈয়দ নুরুজ্জামান রিন্টু ও আনিসুর রহমান নির্বাচিত হয়েছেন। ভোটে নির্বাচিত অন্যরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সাইদুর রহমান, মহরার সম্পাদক পদে মো. হানিফ ব্যাপারী, লাইব্রেরি সম্পাদক পদে মো. মফিজুর রহমান এবং কার্যকরী সদস্য পদে বদরুন নাহার কলি, তানভির আহম্মেদ তুহিন, রুবিনা আক্তার, আজিজুল হক মুকুল ও মো. এমদাদুল হক মিলন।
নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো. ফোরহাদুল ইসলাম বলেন, নির্বাচনে ২৭৮ জন ভোটারের মধ্যে ২৭৪ জন ভোট প্রয়োগ করেছেন। গতকাল বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। পরে টানা তিন ঘণ্টা ভোট গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়েছে।