হোম > সারা দেশ > গাজীপুর

গাজীপুরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, স্বামী পলাতক

গাজীপুর প্রতিনিধি

প্রতীকী ছবি

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকায় ভাড়া বাসা থেকে রতনা আক্তার (২২) নামে এক পোশাক শ্রমিকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গলাকাটা অবস্থায় লেপ-কম্বল দিয়ে পেঁচানো লাশটি মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, ৪-৫ দিন আগে পারিবারিক কলহের জেরে তাকে হত্যা করে স্বামী শামিম হোসেন পালিয়ে যান। নিহত রতনা সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার বেলতলা এলাকার মো. মোতালেব মিয়ার মেয়ে। তিনি গাজীপুরের বিডি ফ্যাশন লিমিটেডে চাকরি করতেন।

স্থানীয়রা জানান, স্বামী-স্ত্রী দুজনেই একই কারখানায় কাজ করতেন এবং মোগরখাল এলাকার একটি ভাড়া বাসায় বসবাস করতেন। তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। কয়েক দিন ধরে ঘরের দরজায় তালা ঝুলতে দেখে প্রতিবেশিদের ধারণা ছিল তারা বাইরে গেছেন। তবে মঙ্গলবার রাতে ঘর থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেন।

বাসন থানার উপ-পরিদর্শক (এসআই) আবু সাঈদ জানান, খবর পেয়ে তালা ভেঙে ঘরে ঢুকে দেখা যায়, লেপ-কম্বল ও কাঁথায় মোড়ানো অবস্থায় মেঝেতে পড়ে আছে রতনার অর্ধগলিত মরদেহ। তার গলা কাটা ছিল।

তিনি আরও বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান এবং পলাতক স্বামীকে ধরতে অভিযান চলছে।

সংস্কৃতির ওপর আঘাত মানে নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার মামলায় ১১ জন কারাগারে

টাঙ্গাইলে ৫ ইটভাটায় অভিযান, ২৯ লাখ টাকা জরিমানা

হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে—ইনকিলাব মঞ্চের ‘শহীদি শপথ’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ৩ ইউনিটের ফলাফল প্রকাশ

চকবাজার থেকে নবজাতকের লাশ উদ্ধার

হাদি হত্যা মামলা: ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির ফের ৫ দিনের রিমান্ডে

বাংলাদেশ ব্যাংকে থাকবে ‘স্যাটেলাইট ফায়ার স্টেশন’, ফায়ার সার্ভিসের সঙ্গে চুক্তি

গুলশানে প্লট দখল: সাবেক এমপি সালাম মুর্শেদীর জামিন নামঞ্জুর

‎আরমানিটোলায় বহুতল ভবনে আগুন‎, ৪০ মিনিট পর নিয়ন্ত্রণে