পাইপ লাইনের জরুরি কাজের জন্য আজ রাজধানীর বিভিন্ন এলাকায় ৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বেলা ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
তিতাসের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস না থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে-পূর্ব মানিকনগর, মানিকনগর, ধলপুর, গোপীবাগ, আর. কে. মিশন রোড, অভয় দাস লেন, কে. এম দাস লেন ও স্বামীবাগ এলাকার সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ থাকতে পারে।