হোম > সারা দেশ > গাজীপুর

ওভারটেক করার সময় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দুর্ঘটনাকবলিত স্থান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ওভারটেক করার সময় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৫), তিনি পেশায় ঠিকাদার। অপরজন জামালপুর জেলার সদর উপজেলার বৌঠামারী গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুল জলিল (৩৯)। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। তাঁরা গাজীপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনায় ট্রাকসহ চালক মো. সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।

নিহত শফিকুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার জানান, তাঁর স্বামী পেশায় ঠিকাদার। শনিবার সকালে কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকার একটি মাদ্রাসার সাইট পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হন। পথে এই দুর্ঘটনা ঘটে।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা জানান, মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। একই সময়ে একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় ট্রাকের পাশে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

মগবাজারে ককটেল বিস্ফোরণে নিহতের মরদেহ ঢামেক মর্গে

মণিপুরীদের জীবনধারার আলোকচিত্র প্রদর্শনীর সময় বাড়ল

চীন নিয়ে প্রতিবেদনের জন্য পুরস্কার পেলেন ২৯ সাংবাদিক

গণমাধ্যম ও সংস্কৃতি অঙ্গনে হামলা পরিকল্পিত মতাদর্শিক সন্ত্রাস: আনু মুহাম্মদ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলা: গ্রেপ্তার আরও ৩, ডিআরইউর মানববন্ধন

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফুটে নেতা-কর্মীদের ভিড়

রাজধানীর মগবাজারে ‘ককটেল’ বিস্ফোরণে যুবক নিহত

হাদি হত্যা: ফয়সালকে সীমান্তে আত্মগোপনে সহায়তাকারী ৫ দিনের রিমান্ডে

বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ের ঢাকায় প্রবেশের পথ ৪ ঘণ্টা টোলমুক্ত থাকবে আগামীকাল