হোম > সারা দেশ > গাজীপুর

ওভারটেক করার সময় ট্রাকচাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি  

দুর্ঘটনাকবলিত স্থান। ছবি: আজকের পত্রিকা

গাজীপুরের শ্রীপুরে ওভারটেক করার সময় ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেল দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ডিসেম্বর) বেলা দেড়টার দিকে মাওনা-কালিয়াকৈর আঞ্চলিক সড়কের কাওরান বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার কাংশা গ্রামের গোলাপ হোসেনের ছেলে শফিকুল ইসলাম (৪৫), তিনি পেশায় ঠিকাদার। অপরজন জামালপুর জেলার সদর উপজেলার বৌঠামারী গ্রামের তৈয়ব আলীর ছেলে আব্দুল জলিল (৩৯)। তিনি পেশায় নির্মাণ শ্রমিক। তাঁরা গাজীপুর মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ডে ভাড়া বাসায় থাকতেন।

এ ঘটনায় ট্রাকসহ চালক মো. সেলিম মিয়াকে আটক করেছে পুলিশ। তিনি শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার বনগাঁও গ্রামের বাসিন্দা।

নিহত শফিকুল ইসলামের স্ত্রী শিরিনা আক্তার জানান, তাঁর স্বামী পেশায় ঠিকাদার। শনিবার সকালে কালিয়াকৈরের ফুলবাড়িয়া এলাকার একটি মাদ্রাসার সাইট পরিদর্শনের জন্য জয়দেবপুরের বাসা থেকে বের হন। পথে এই দুর্ঘটনা ঘটে।

মাওনা ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কুদ্দুস মৃধা জানান, মাওনা থেকে একটি ট্রাক কালিয়াকৈরের দিকে যাচ্ছিল। একই সময়ে একটি মোটরসাইকেল ওভারটেক করার সময় ট্রাকের পাশে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলটি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগ হবে পরীক্ষায়

মেট্রোরেলের কার্ড রিচার্জ করা যাবে মোবাইল অ্যাপে

মুছাব্বির হত্যা: শুটার জিন্নাতের দায় স্বীকার, তিন আসামি ৭ দিনের রিমান্ডে

অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় বনশ্রীর ছাত্রীকে খুন করেন তার বাবার হোটেলের কর্মচারী: র‍্যাব

সন্তানদের অটোপাস চান অভিভাবকেরা, রাজউক কলেজে মানববন্ধন

ব্যবসায়ী আমিরুলের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন ও তাঁর ভাইকে অব্যাহতি

হাদি হত্যার অভিযোগপত্রে আপত্তির বিষয়ে সময় চান বাদী, শুনানি পেছাল ৩ দিন

কুড়িল বিশ্বরোডে রেললাইন থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট