হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ী মারা গেছেন। বহুতল ভবনের বাসার সঙ্গে ঘেঁষা বিদ্যুতের পিলারের তার থেকে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান শাওন (৩৫)। তিনি উপজেলার মাওনা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তাঁরা বরিশাল থেকে এসে কয়েক বছর যাবৎ মাওনা গ্রামে বাস করছেন। তিনি মাওনা চৌরাস্তা এলাকায় একটি মোবাইল সার্ভিসের দোকান পরিচালনা করতেন। 

নিহতের ছোট ভাই শাহীন বলেন, মোবাইল সার্ভিসের দোকানের জন্য একটি নতুন ফেস্টুন বানিয়ে সকালে বহুতল ভবনের তিন তলায় ওঠার সময় ভবন ঘেঁষা বিদ্যুতের সঞ্চলন লাইনের তারের সঙ্গে অ্যালুমিনিয়াম তৈরি ফেস্টুনটি বিদ্যুতায়িত হয়। এরপর আমরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য শামীম মৃধা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বহুতল ভবন ঘেঁষা বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎ স্পর্শে ওই ব্যবসায়ী মারা যান। স্বজনেরা হাসপাতালে নেওয়ার পূর্বেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জেনেছি।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, মৃত্যুর বিষয়টি এখনো কেউ পুলিশকে অবহিত করেনি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

ইভ্যালির রাসেল-শামীমা ফের গ্রেপ্তার, ৩৯১ পরোয়ানার তথ্য পুলিশের হাতে

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

ঢাকা-৫ আসন: নতুন ভোটাররা উৎফুল্ল, আকাঙ্ক্ষা নতুন কিছুর

ভবঘুরের ছদ্মবেশে ৬ খুন: আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি, কারাগারে সম্রাট

আশুলিয়ায় পোশাকশ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপ, ৫ পুলিশ সদস্য আহত

বিরিয়ানি দিলে বুঝতে পারি ঈদের দিন— হুম্মামের মুখে গুমের অভিজ্ঞতা

বিআরটিএ ইকুরিয়ায় অভিযান, ২ দালালের কারাদণ্ড

সাবেক মন্ত্রী জাহিদ মালেকের দুই মেয়ের দেশত্যাগে নিষেধাজ্ঞা

কিশোরের ৩৮ টুকরা কঙ্কাল: হত্যার রহস্য উদ্‌ঘাটন দাবি পিবিআইয়ের

হাতিরঝিলে বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার