হোম > সারা দেশ > গাজীপুর

শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে বিদ্যুতায়িত হয়ে এক ব্যবসায়ী মারা গেছেন। বহুতল ভবনের বাসার সঙ্গে ঘেঁষা বিদ্যুতের পিলারের তার থেকে বিদ্যুতায়িত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে নিহতের স্বজনেরা জানিয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মাওনা ইউনিয়নের মাওনা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম জাহিদুর রহমান শাওন (৩৫)। তিনি উপজেলার মাওনা গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে। তাঁরা বরিশাল থেকে এসে কয়েক বছর যাবৎ মাওনা গ্রামে বাস করছেন। তিনি মাওনা চৌরাস্তা এলাকায় একটি মোবাইল সার্ভিসের দোকান পরিচালনা করতেন। 

নিহতের ছোট ভাই শাহীন বলেন, মোবাইল সার্ভিসের দোকানের জন্য একটি নতুন ফেস্টুন বানিয়ে সকালে বহুতল ভবনের তিন তলায় ওঠার সময় ভবন ঘেঁষা বিদ্যুতের সঞ্চলন লাইনের তারের সঙ্গে অ্যালুমিনিয়াম তৈরি ফেস্টুনটি বিদ্যুতায়িত হয়। এরপর আমরা দেখতে পেয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

মাওনা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য শামীম মৃধা বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। বহুতল ভবন ঘেঁষা বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে বিদ্যুৎ স্পর্শে ওই ব্যবসায়ী মারা যান। স্বজনেরা হাসপাতালে নেওয়ার পূর্বেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে জেনেছি।’ 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম আজকের পত্রিকাকে বলেন, মৃত্যুর বিষয়টি এখনো কেউ পুলিশকে অবহিত করেনি। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

‘ডিগ্রেডেড এয়ারশেড’ সাভারে এখনো পোড়ানো হচ্ছে ইট

বিদেশে থাকা শীর্ষ সন্ত্রাসীর নির্দেশে খুন হন মুছাব্বির, পাঠানো হয় ১৫ লাখ টাকা

টেলিগ্রামে বিনিয়োগের প্রলোভন দেখিয়ে কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১

মুছাব্বির হত্যায় গ্রেপ্তারদের মধ্যে দুজন আপন ভাই, আরেক ভাই পলাতক: ডিবি

সমিতির নামে কোটি টাকা আত্মসাৎ, হোতা গ্রেপ্তার

বিএনপির প্রার্থীর নির্বাচনী সভায় আওয়ামী লীগ নেতার ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান

রেডিওথেরাপির সক্ষমতা বাড়ানো দরকার

রাসিকের সাবেক মেয়র লিটন ও পরিবারের ৪১ ব্যাংক হিসাব অবরুদ্ধ

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৩৯