হোম > সারা দেশ > কিশোরগঞ্জ

স্বামীর সঙ্গে অভিমান করে ১৭ মাস আত্মগোপনে গৃহবধূ, চট্টগ্রাম থেকে উদ্ধার

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইনে স্বামীর সঙ্গে অভিমান করে ১৭ মাস আত্মগোপনে ছিলেন রুমা আক্তার নামের এক গৃহবধূ। গতকাল মঙ্গলবার তাঁকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বলেন, ‘১৭ মাস আগে অভিমান করে স্বামীর বাড়ি থেকে পালিয়ে যান গৃহবধূ রুমা। তাঁকে উদ্ধার করে অভিভাবকের কাছে হস্তান্তর করা হয়েছে।’

রুমা মিঠামইন উপজেলা সদর ইউনিয়নের নবাবপুর গ্রামের বাসিন্দা আব্দুল খালেকের মেয়ে। ২০২০ সালে রুমার সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় একই উপজেলার গোপদীঘি ইউনিয়নের ধলাই গ্রামের মো. হক সাবেরের।

থানা-পুলিশ ও স্থানীয় লোকজন জানান, ২০২২ সালের ৭ সেপ্টেম্বর রাত ১২টার দিকে পারিবারিক বিষয় নিয়ে স্বামী সাবেরের সঙ্গে ঝগড়া হয় রুমার। ওই রাতেই বাবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যান রুমা। পরদিন দুপুর দেড়টার দিকে সাবের শ্বশুর বাড়িতে গিয়ে ঘটনাটি জানান।

অনেক খোঁজাখুঁজি করে রুমাকে কোথাও পাওয়া যায়নি। ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মিঠামইন থানায় নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেন তাঁর বাবা আবদুল খালেক।

মিঠামইন থানা-পুলিশ গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলার ডবলমুরিং থানার কদমতলি এলাকার জসিম নামের এক ব্যক্তির বাসা থেকে রুমাকে উদ্ধার করে। সেখানে তিনি বুয়ার কাজ করতেন বলে জানায় পুলিশ।

ফাতেমা এবার জাইমা রহমানের ছায়াসঙ্গী!

বাকি আছে ২২ দিন, এর মধ্যে হাদি হত্যার বিচার না হলে সরকার পতনের আন্দোলন: ইনকিলাব মঞ্চ

সাভারে নিজ বাড়িতে ব্যবসায়ীর দুই চোখ ওপড়ানো লাশ

বিটিআরসি ভবনে হামলার মামলায় ৪৫ আসামি কারাগারে

বিটিআরসি ভবনে হামলায় ৫৫ জনের নামে মামলা

হাদি হত্যার বিচার দাবিতে আবারও শাহবাগে ইনকিলাব মঞ্চ

রাজধানীতে বাসা থেকে নারী পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার, স্বামীর দাবি—আত্মহত্যা

ঘন কুয়াশায় শাহজালালে নামতে না পেরে চট্টগ্রাম-কলকাতা-ব্যাংককে গেল ৯ ফ্লাইট

বিটিআরসি ভবনে হামলার ঘটনায় ২৬ জন আটক

হাদি হত্যা: সঞ্জয় ও অস্ত্রসহ গ্রেপ্তার ফয়সালের স্বীকারোক্তিমূলক জবানবন্দি